
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
সংবাদসংস্থা মুম্বই:
কার্তিক আউট, বরুণ ইন?
শাহিদ কাপুর, রশ্মিকা মন্দানা ও কৃতী শ্যাননকে নিয়ে যখন ‘ককটেল’ সিক্যুয়েলের শুটিং শুরু হতে চলেছে আগামী মাসে, তখনই নতুন আরেকটি সিক্যুয়েল প্রজেক্টের কাজ শুরু করে দিলেন প্রযোজক দীনেশ ভিজন। খবর, ম্যাডক ফিল্মস এবার ২০১৯ সালের হিট পারিবারিক কমেডি ‘লুকা ছুপি’কে ফ্র্যাঞ্চাইজিতে রূপ দিতে চলেছে। সিক্যুয়েলের মুখ্য চরিত্রে থাকছেন বরুণ ধাওয়ান ও শর্বরী, যাঁরা এবার জায়গা নিলেন কার্তিক আরিয়ান ও কৃতী শ্যাননের। সূত্র বলছে, বরুণ-শর্বরী দু’জনেই এই ছবিতে কাজ করার ব্যাপারে মৌখিকভাবে রাজি হয়েছেন এবং চিত্রনাট্য পাকা হলেই সই করবেন আনুষ্ঠানিকভাবে।
বাবিলের জন্য বিপদে গোবিন্দা-পুত্র?
সাই রাজেশের সঙ্গে উত্তপ্ত বিতর্কের পর নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়ে ছবিটি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে ছিলেন বাবিল খান। এবার জানা যাচ্ছে, গোবিন্দর পুত্র যশবর্ধন আহুজার বলিউড ডেবিউ হিসেবে ধরা এই প্রজেক্ট আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত। বাবিল এই রিমেক ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য সই করেছিলেন, কিন্তু তাঁর বিদায়ের পর নতুন অভিনেতা খুঁজে পাওয়া যাচ্ছে না।
সূত্রের খবর, “ছয় মাস ধরে নায়িকার জন্য অডিশন হয়েছে। অবশেষে একজন ডেবিউ করা অভিনেত্রীকে চূড়ান্ত করা হয়। এখন আবার নায়ক বদলের চাপ। কত সময় লাগবে বলা যাচ্ছে না। আপাতত সব কিছু বন্ধ।” ২০২৩ সালের তেলুগু হিট ছবি ‘বেবি’র হিন্দি রিমেক এটি, যার শুটিং শুরু হওয়ার কথা ছিল ৫ মে থেকে। মূল ছবিতে আনন্দ দেবরকোন্ডা ও বিরাজ অশ্বিনের চরিত্রে যথাক্রমে বাবিল ও যশবর্ধনকে নেওয়া হয়েছিল। ছবিটি প্রযোজনা করছেন মধু মণ্টেনা, গীতা আর্টসের আল্লু অরবিন্দ এবং শ্রীনিবাস কুমার নাইডু।
সলমনের পাশে সুনীল শেট্টি
তাঁর জীবনের কঠিন সময়ে সলমন খান যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন, তা বারবার স্বীকার করেছেন সুনীল শেট্টি। এবার এক সাক্ষাৎকারে সলমনকে নিয়ে আবার মুখ খুললেন সুনীল। বললেন, “সলমন পৃথিবীর সবচেয়ে ভুল বোঝা মানুষ। আমি যদি ওকে দুটো শব্দে ব্যাখ্যা করি, একটায় বলব ‘হিউম্যান বিং’, আরেকটায় ‘বিয়ি হিউম্যান’। ও অন্য পর্যায়ের মানুষ। আমাদের সম্পর্কটা খুবই গভীর, যদিও খুব ঘন ঘন দেখা হয় না, তবে পরস্পরের প্রতি ভালবাসা-সম্মানটা অটুট।”
সলমনের সাম্প্রতিক ফ্লপ ছবিগুলোর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সুনীল বলেন, “যে ছবিতে ২০০ কোটির ব্যবসা হয়, তাকেও আমরা ফ্লপ বলছি! অথচ ইন্ডাস্ট্রির অর্ধেকের জন্য তো সেটা সুপারহিট! ওর ‘কম চলা’ ছবিও ২০০ কোটির কাছাকাছি যাচ্ছে। পুরো বছরের বক্স অফিস দেখলে বোঝা যাবে, এখনও সলমনের ছবির সংখ্যাই উপরে।”
আচমকাই গুরুতর অসুস্থ ইমরান হাশমি, শুটিংয়ের মাঝে হাসপাতালে ভর্তি অভিনেতা, কী হয়েছে তাঁর?
আচমকা ‘কোন গোপনে মন ভেসেছে’ ছেড়ে বলিউডে পাড়ি মিশমির! বড়পর্দা না ওটিটি- কোথায় শুরু নতুন ইনিংস?
নদীর গল্প, অথচ সমাজের আয়না! আসছে ‘তোর্ষা একটি নদীর নাম’—ছোটদের চোখ দিয়ে বড়দের জাগরণ
প্রেম নাকি প্রতিশোধ? টাইগার-জাহ্নবী জুটির প্রথম ছবি ‘লগ যা গলে’র নেপথ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক গল্প!
‘স্পিরিট’ বিতর্কে দীপিকার পাশে তমন্না! একটি শব্দও খরচ না করে এই অসাধ্য সাধন কীভাবে করলেন ‘বাহুবলী’ নায়িকা?
প্রতীকের পথেই হাঁটলেন রত্নপ্রিয়া, কোন নায়কের সঙ্গে জুটি বেঁধে জি বাংলায় ফিরছেন অভিনেত্রী?
Exclusive: ‘যত দিন খিদে থাকবে, ততদিন মার্ক্স প্রাসঙ্গিক থাকবে’, ১৬ বছর পর মঞ্চে উঠেই সপাট সৃজিত!
'এত কৈফিয়ৎ কেন দেব?'-'হাউজফুল ৫'-এ পারিশ্রমিক নিয়ে প্রশ্ন ওঠায় রাগে ফুঁসে উঠে কী বললেন অক্ষয় কুমার?
সব জল্পনার অবসান ঘটিয়ে 'পাচক মশাই'-এর কাছে ফিরল 'কথা', এবার বাড়বে কি টিআরপি?
‘ছোটি বাচ্চি হ্যায় কেয়া?’ ‘হাউসফুল ৫’-এ টাইগারের মিম সংলাপে জ্যাকির ছক্কা! দেখেশুনে কী বলল নেটপাড়া?
‘হেরা ফেরি ৩’ চিত্রনাট্য-ই হাতে পাননি পরেশ রাওয়াল? অক্ষয়ের উদ্দেশ্যে ‘বাবু ভাইয়া’র আইনজীবীদের পাল্টা কী কী অভিযোগ?
৭৫ বছর বয়সেও জিমে 'হার্ডকোর' রাকেশ রোশন! বাবার কীর্তি দেখে এ কী বলে বসলেন হৃতিক?
‘তুই জানিস কাট্টা কি?’— শাহরুখের প্রেমের পথে বন্দুকের হুমকি দিয়েছিলেন গৌরীর পরিবারের কোন সদস্য?
রণবীর-দীপিকা বিয়ে করুক চাইতেন শ্যাম্মি কাপুর! কেন ‘পিকু’কে কাপুর-ঘরণী করতে চাইতেন তিনি?
'ও তো খুব দুষ্টু..'-তাব্বুকে চুমু খেতে গিয়ে কী অবস্থা হয়েছিল ঈশান খট্টরের? লজ্জা ভুলে কী বললেন অভিনেতা?