
সোমবার ২৬ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা প্রিয়া মোহন সম্প্রতি সমাজমাধ্যমের এক ভিডিওতে জানালেন, তাঁর দীর্ঘদিনের এক নিঃশব্দ লড়াইয়ের কথা।গত দেড় বছর ধরে তিনি লড়াই করছেন ফাইব্রোমায়ালজিয়া নামে এক জটিল অসুখের সঙ্গে। স্বামী নিহাল পিলাইয়ের সঙ্গে তাঁদের ইউটিউব চ্যানেল ‘অরু হ্যাপি ফ্যামিলি’-র ভিডিওয় নিজের যন্ত্রনার কথা ভাগ করে নেন প্রিয়া।
প্রিয়া বলেন, “শরীরের যন্ত্রণাটা এতটাই নিঃশব্দ ছিল শুরুতে যে, লোকজন ভাবত আমি অলস। কেউ বলত, ‘ও তো বেশি ক্লান্ত হয়ে পড়ে।’ আমি নিজেও বুঝতে পারছিলাম না এটা এত বড় কিছু হবে। ধীরে ধীরে শরীরে ফুলে উঠতে লাগল চোখের চারপাশ, গাল… তবু চিকিৎসার জন্য সময় বের করতে পারিনি।”
আরও বলে চলেন তিনি “আমি এমন অবস্থায় পৌঁছে গিয়েছিলাম, যে বাচ্চাকে নিজে হাতে খাওয়াতেও পারতাম না। গাড়িতে উঠতে, বিছানা থেকে উঠতে, হাঁটতে— সব কিছুতেই অন্য কারও সাহায্য দরকার হতো। এতটাই দুর্বল ছিলাম যে এক গ্লাস জল পর্যন্ত তুলতে পারতাম না। কখনও কখনও মনে হতো, এমন জীবন নিয়ে বেঁচে আছি কেন?” এরপর নীহাল জানান, একবার বাথরুমে পড়ে গিয়ে উঠতেই পারছিলেন না প্রিয়া। সেখান থেকেই শুরু হয় চিকিৎসার পথ। অবসাদ, অনিদ্রা, ব্যথা আর অসহায়তায় জর্জরিত হয়ে পড়েন অভিনেত্রী। দক্ষিণী অভিনেত্রীর এই ভিডিও প্রকাশ্যে আসতেই হাজারো অনুরাগী, দর্শক ও সহ-অভিনেতার কাছ থেকে ভেসে এসেছে ভালবাসা, শুভেচ্ছা আর উৎসাহ। প্রিয়ার সাহস ও খোলাখুলি স্বীকারোক্তি অনুপ্রাণিত করেছে অসংখ্য মানুষকে।
প্রিয়ার এই অসুখ— ফাইব্রোমায়ালজিয়া, এমন একটি অসুখ যার লক্ষণ বাইরে থেকে বোঝা যায় না। তাই একে বলা হয় ‘invisible illness’। এই অসুখে আক্রান্ত রোগীরা তীব্র পেশি ব্যথা, ক্লান্তি, ঘুমে ব্যাঘাত, মুড সুইংস, অবসাদ ইত্যাদির মধ্যে দিয়ে যান। এ রোগের কারণ এখনও স্পষ্ট নয়, তবে স্ট্রেস, হরমোনাল ইমব্যালান্স, ট্রমা ও জেনেটিক ফ্যাক্টর ভূমিকা নিতে পারে।কিন্তু শরীরে তীব্র যন্ত্রণা, ক্লান্তি, মানসিক অবসাদ— সবটাই ভেতর থেকে কুরে কুরে খায়। নিদান নেই, কেবল উপসর্গ কমানোই লক্ষ্য।
ভিডিও সামনে আসতেই হাজারো অনুরাগীর ভালবাসা ও সমর্থনে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। প্রিয়ার সাহসিকতায় মুগ্ধ নেটপাড়া।
Breaking: সলমন রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে! কৌশিক সেনের পরিচালনায় বিখ্যাত সাহিত্যিকের চরিত্রে নাসিরুদ্দিন?
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
সুকুমারের কবিতা, নৃশংস খুন এবং এক মায়ের লড়াই - প্রকাশ্যে ঋতুপর্ণার ‘ম্যাডাম সেনগুপ্ত’র প্রথম ঝলক
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!