
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লজ্জা আর লজ্জা। সংযুক্ত আরব আমিরশাহির কাছে টি২০ সিরিজ হেরে গেল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২–১ জিতল তারা। শেষ ম্যাচে জয় সাত উইকেটে।
বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ১৬২ রান তাড়া করে জিতেছে আমিরশাহি। প্রথম বার আইসিসি–র কোনও সদস্য দেশ সিরিজ জিতল এক টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে।
প্রথম টি২০ ম্যাচে ২৭ রানে হেরেছিল আমিরশাহি। দ্বিতীয় ম্যাচে ২০০–র উপর রান তাড়া করে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল। শেষ ম্যাচেও এল জয়। এবার সাত উইকেটে।
বুধবার সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ১৬২/৯। ১৮ বলে ৪০ রান করে বাংলাদেশের শুরুটা খুবই ভাল করেছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু টপ এবং মিডল অর্ডারের ব্যর্থতায় ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। একসময় ৮৪/৮ হয়ে গিয়েছিল বাংলাদেশ। তখনই হাল ধরেন জাকের আলি। ৩৪ বলে ৪১ রান করেন। শেষ দিকে ভাল খেলেন হাসান মাহমুদ (১৫ বলে ২৬) এবং শরিফুল ইসলাম (৭ বলে ১৬)। ২০ ওভারে ১৬২/৯ তোলে বাংলাদেশ।
জবাবে পাঁচ বল বাকি থাকতেই ১৬৬/৩ তুলে ম্যাচ জিতে নেয় সংযুক্ত আরব আমিরশাহি। রান তাড়া করতে নেমে আমিরশাহি শুরুতেই হারায় মহম্মদ ওয়াসিমকে। তবে মহম্মদ জোহাইব এবং আলিশান শারাফু হাল ধরেন। জোহাইব আউট হলেও একাই দলকে টানেন শারাফু। তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন আসিফ খান। পাঁচটি ছক্কার সাহায্যে করেন ২৬ বলে ৪১। ওই ইনিংসই জিতিয়ে দেয় আমিরশাহিকে। তৈরি হয় ইতিহাস। এই প্রথম কোনও দ্বিপাক্ষিক সিরিজ জিতল আমিরশাহি।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের