
শুক্রবার ২৩ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: সপ্তাহের শুরুতেই শোনা গিয়েছিল, গদর ২–এর পর এবার সানি দেওল পা রাখছেন নেটফ্লিক্সে। পরিচালক সুপর্ণ বর্মার প্রযোজনায় তৈরি এই ছবি নিয়ে কৌতূহল তুঙ্গে। খবর, ছবিটি পরিচালনা করছেন হিচকি ছবি খ্যাত পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা।
সূত্রের খবর, সানি দেওল নেটফ্লিক্সে ডেবিউ করতে চলেছেন এক ধুন্ধুমার অ্যাকশন ছবির মাধ্যমে যার কাহিনি অনুপ্রাণিত ২০০৭ সালের কেভিন বেকনের ডেথ সেনটেন্স থেকে। ছবিটি হিন্দিতে রিমেক করছেন সুপার্ন ভার্মা। সূত্র আরও জানিয়েছে, এই নামহীন অ্যাকশন ফিল্মটির শুটিং শুরু হবে জুলাই ২০২৫–এ, মুক্তি ২০২৬–এ। সানি ইতিমধ্যেই লম্বা সময় বরাদ্দ করেছেন এই ছবির ডেটের সুবাদে এবং তাঁর পারিশ্রমিকও বেশ মোটা অঙ্কের।
তবে এইমুহূর্তে সানির ব্যস্ততা চরমে। বর্তমানে তিনি শুটিং করছেন অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’–এর, যা চলবে জুনের শেষ অবধি। এরপর হাতে আছে ‘লাহোর: ১৯৪৭’–এর বাকি অংশ। তারপরেই তিনি যুক্ত হবেন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’–এর শুটিংয়ের এক ছোট শিডিউলে, যেখানে তিনি অভিনয় করছেন ‘হনুমান’ চরিত্রে।
এই তিনটি প্রজেক্ট শেষ করে সানি সরাসরি ঝাঁপাবেন তাঁর এই নেটফ্লিক্স ফিচার ফিল্ম–এর শুটিংয়ে। তবে এখানেই শেষ নয়—সূত্র বলছে, তাঁর হাতে আরও বেশ কয়েকটি বড় ছবি রয়েছে, যেগুলি ২০২৫-এর শেষ দিকেই শুরু হতে পারে। আর ‘গদর ৩’? হ্যাঁ, সেটিও আপাতত চিত্রনাট্য লেখার পর্যায়ে রয়েছে।
সব মিলিয়ে বলা যায়—সানি দেওল এখন কেরিয়ারের দ্বিতীয় সোনালি অধ্যায়ে রয়েছেন।
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
‘তুমি আমাকে শরীর দাও, আমি কাজ দেব’, মাত্র ১৯ বছরেই কে দিয়েছিলেন সহবাসের প্রস্তাব? বিস্ফোরক সায়ামি
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!