শুক্রবার ২৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | অবসাদে ভুগছেন হৃতিক রোশন? কিডনির সমস্যার সঙ্গে মানসিক সমস্যার তুলনা করে কী বার্তা দিলেন ‘কবীর’?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ মে ২০২৫ ২১ : ১৪Rahul Majumder


সংবাদ সংস্থা মুম্বই: আজকের যুগে মানসিক স্বাস্থ্য নিয়ে কথাবার্তা যতই গতি পাক না কেন, বলিউড তারকা হৃতিক রোশন সেই আলোচনাকে টানলেন একেবারে বাস্তব মাটিতে। সহজ, সাহসী এবং সংবেদনশীল কথায়। এক সাক্ষাৎকারে হৃতিক জানালেন, মানসিক যন্ত্রণাকে স্বীকার করে নেওয়াটাই সবচেয়ে বড় সাহসের কাজ — আর তার চিকিৎসা করানো মানে মোটেই দুর্বলতা নয়।

“না, আমি নিজে কখনও ডিপ্রেশনে ভুগিনি”, স্পষ্ট গলায় বললেন হৃতিক। “কিন্তু আমি খুব কাছ থেকে সেটা দেখেছি। আর যখন তার জন্য কেউ নিজেকে খাটো করে, নিজেকে দুর্বল ভাবে শুধুমাত্র মানসিকভাবে বিপর্যস্ত বলে— সেটা দেখে রাগ হয়। কারণ হওয়া উচিত ঠিক উল্টোটা।”

ডিপ্রেশন বা মানসিক সমস্যা সম্পর্কে মানুষের মনে যে লজ্জা বা সংকোচ কাজ করে, সেই ধারণার রীতিমতো জবাব দিলেন হৃতিক। তাঁর মতে, “যখন কিডনির সমস্যা হয়, তখন তো কেউ চুপচাপ থাকেন না। বলেন— ‘আমার কিডনিতে গণ্ডগোল হয়েছে’, ডাক্তারকে ফোন করেন। তাই যদি মানসিক কোনও সমস্যা হয়, যদি নিজের চিন্তাভাবনা ঠিকঠাক না চলে, মন ভাল না থাকে, তখনও তো তাই করা উচিত। ডাক্তারকে ফোন করুন, বন্ধুকে বলুন, মাকে বলুন, বাবাকে বলুন— জানিয়ে দিন, ‘আমি ভাল নেই’। এটা স্বাভাবিক। সাহায্য চাইতে লজ্জা করা উচিত নয়।”

সেই সাক্ষাৎকারে হৃতিক আরও জানিয়েছেন, দীপিকা পাড়ুকোন এবং করণ জোহরের মতো তারকাদের সাহসী পদক্ষেপই সাধারণ মানুষকে মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলতে সাহায্য করেছে। “ওদের মতো তারকারা যখন সামনে এসে বলেন, ‘আমি ডিপ্রেশনে ভুগেছি’, তখনই এই অসুখটা একটা বৈধতা পায়! করণ যখন সেটা বলেন, সেটাই তাঁর আত্মবিশ্বাস। আমার ক্ষেত্রেও যদি কোনওদিন হয়, আমি বলব। এতে লজ্জার কিছু নেই। সবাই তো মানুষ।”

কেরিয়ারের দিক থেকেও হৃতিক দারুণ ব্যস্ত। খুব শিগগিরই তিনি ফিরে আসছেন ‘এজেন্ট কবীর’-এর চরিত্রে ‘ওয়ার ২’-তে, যার পরিচালনায় রয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’-খ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এই ছবিতে প্রথমবারের মতো বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর। ২০২৫ সালের ১৪ আগস্ট মুক্তি পাবে এই হাই-অকটেন অ্যাকশন ফিল্ম। ইতিমধ্যেই ছবির টিজার ঘিরে উত্তেজনা তুঙ্গে।

এখানেই থেমে থাকছেন না হৃতিক। শীঘ্রই শুরু হতে চলেছে তাঁর সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি কৃষ-এর চতুর্থ ছবি ‘কৃষ ৪’-এর শুটিং। কিন্তু রুপোলি পর্দার বাইরেও হৃতিকের এই স্পষ্ট, সাহসী অবস্থান — মানসিক স্বাস্থ্য নিয়ে — তাঁকে একজন দায়িত্ববান তারকা হিসেবে প্রতিষ্ঠা করে। যিনি শুধু অ্যাকশন হিরো নন, একজন বাস্তব জীবনের রোল মডেল, যাঁর কথায় উঠে আসে সহানুভূতি, স্পষ্টবাদিতা, আর সমাজের প্রতি আন্তরিক দায়বদ্ধতা।


Hrithik Roshan Mental Health Deepika PAdukone

নানান খবর

নানান খবর

নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?

কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?

প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?

রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?

‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!

ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি

দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?

‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির

ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?

ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?

ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?

প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?

হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের

পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!

প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!

সোশ্যাল মিডিয়া