শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | বড়ই করুণ অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, সংযুক্ত আরব আমিশাহির কাছে শোচনীয় হার লিটনদের

Kaushik Roy | ২০ মে ২০২৫ ১৫ : ৩৫Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: প্রথমবার টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরশাহি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে দারুণ জয় ছিনিয়ে নিল আরব আমিরশাহি। এই জয়ের পর সিরিজ বর্তমানে ১-১ সমতায়। ২০১৬ সাল থেকে বাংলাদেশের বিরুদ্ধে টানা চারটি ম্যাচ হেরেছিল সংযুক্ত আরব আমিরশআহি। এদিনও প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ২০৫ রান।

একসময় মনে হচ্ছিল এদিনের ম্যাচও তাদের দখলেই যাবে। কিন্তু ম্যাচ একা হাতেই ঘুরিয়ে দিলেন সংযুক্ত আরব আমিরশআহি অধিনায়ক মহম্মদ ওয়াসিম। মাত্র ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলে দলকে ঐতিহাসিক জয় এনে দিলেন তিনি। কোনও টেস্ট না খেলা দলের আইসিসির স্থায়ী সদস্যের বিরুদ্ধে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল আরব আমিরশাহি। একই সঙ্গে ২০০-র বেশি রান তাড়া করে সংযুক্ত আরব আমিরশআহির প্রথম জয়।

ম্যাচের পর অধিনায়ক ওয়াসিম বলেন, ‘আমরা বাংলাদেশকে হারিয়ে দারুণ খুশি। আমি ছেলেদের বলেছিলাম আমরা এটা পারব, কারণ আমরা এখানকার কন্ডিশন জানি’। ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ছ’ওভারে ৬৮ রান তোলে সংযুক্ত আরব আমিরশআহি। ওয়াসিম ৩২ ও জহিব ২৩ বলে ৩০ রান করেন। শেষ দু’ওভারে তানজিম হাসান এবং নাহিদ রানা দেন ১৮ রান করে। পাওয়ার-প্লে শেষ হওয়ার পরও আক্রমণাত্মক মনোভাব বজায় রেখেছিলেন আমিরশাহির দুই ওপেনার। দশ ওভারে বিনা উইকেটে ১০৭ রান তোলে দল।

তারপরের পাঁচ ওভারে তিন উইকেট হারালেও ম্যাচের রাশ ছিল আমিরশাহির হাতেই। শেষের দিকে হায়দার আলি ৬ বলে ১৫ ও ধ্রুব পরাশর ৭ বলে ১১ রান করে ম্যাচের চিত্রটাই বদলে দেন। শরিফুল ইসলামের ১৯তম ওভারে ১৭ রান ওঠে। শেষ বলে জয় তুলে নেয় সংযুক্ত আরব আমিরশআহি। বাংলাদেশ দলে এ দিন ছিলেন না মুস্তাফিজুর রহমান। আইপিএলের জন্য বর্তমানে ভারতে রয়েছেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে তানজিদ হাসান ৩৩ বলে ৫৯ ও লিটন দাস ৩২ বলে ৪০ রান করেন। শেষদিকে তৌহিদ হৃদয় (২৪ বলে ৪৫) ও জাকের আলির (৬ বলে ১৮) ইনিংসে বাংলাদেশ পৌঁছায় ২০৫ রানে। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরশআহি।


নানান খবর

নানান খবর

লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিনশিপ ফাইনালের আগে মেগা আপডেট

ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ 

দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ

লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির 

বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের 

মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?

মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা

'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?

'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও

ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের

ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!

আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়

কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?

সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?

নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের

সোশ্যাল মিডিয়া