
শনিবার ২৪ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে দেশপ্রেম এবার পাচ্ছে নতুন গল্প। খবর, ২০২০ সালে গলওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষে শহীদ কর্ণেল বিকুমল্লা সন্তোষ বাবুর জীবনকাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ছবি। সেই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন সলমন খান, আর পরিচালনায় রয়েছেন অ্যাকশন থ্রিলার ছবিখ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া! এই 'ওয়ার' ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের জুলাই মাসে, আর মুক্তির লক্ষ্যমাত্রা ২০২৬ সালের প্রথমার্ধ। সূত্র বলছে, এটি হতে চলেছে সলমনের কেরিয়ারের অন্যতম গুরুত্বপর্ণ এবং ভিন্নধর্মী ছবি।
এ ছবি বলবে ভারতের এক বীর সেনানায়কের বাস্তব গল্প। কর্নেল সন্তোষ বাবু ছিলেন ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার। গালওয়ানে চীনা সেনার সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান তিনি, এবং হয়ে ওঠেন ভারতীয় সেনার এক কিংবদন্তি। ১৯৬৭ সালের পর পিএলএ-র সঙ্গে লড়াইয়ে শহীদ হওয়া প্রথম ভারতীয় অফিসার তিনি। এই ছবি তৈরি হচ্ছে ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ বইয়ের প্রথম অধ্যায়ের ওপর ভিত্তি করে। অধ্যায়ের নাম—“আই হ্যাড নেভার সিন সাচ আ ফায়ার্স ফাইটিং– দ্য গলোওয়ান ক্ল্যাশ অফ ২০২০”—যা গলওয়ান সংঘর্ষের প্রত্যক্ষ বিবরণে পূর্ণ। পরিচালক লাখিয়া ইতিমধ্যে এই অধ্যায়ের স্বত্ব অধিগ্রহণ করেছেন।
সুরেশ নায়ার, চিন্তন গান্ধী ও চিন্তন শাহ মিলেই লিখেছেন এই ছবির চিত্রনাট্য। সংলাপের দায়িত্বে রয়েছেন চিন্তন শাহ। ছবি ইউনিটের সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে সলমন খান মে মাসের শেষ থেকেই শুরু করছেন জোরদার প্রস্তুতি। ইতিমধ্যেই তিনি পনভেল ফার্মহাউসে শরীরচর্চায় মন দিয়েছেন, কারণ চরিত্রের জন্য তাঁকে একেবারে ফিট ও লিন লুক পেতে হবে।
শুটিং লোকেশনে রয়েছে লাদাখ এবং মুম্বই—৭০ দিনের অ্যাকশন প্যাকড শিডিউল। সূত্র জানিয়েছে, নির্মাতাদের মতে, এই ছবি শুধুই যুদ্ধ নয়—এটি বাস্তবিক গৌরব, ত্যাগ আর দেশপ্রেমের নির্যাস। ছবির শুটিং হবে দুই পর্যায়ে— ২০ দিন লাদাখের উচ্চতর দুর্গম অঞ্চলে, তারপর ৫০ দিন মুম্বইতে। এই ৭০ দিনেই ক্যামেরাবন্দি হবে এক শহীদের যুদ্ধজীবনের সমস্ত প্রান্ত, আবেগ আর রণকৌশল।
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?