
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' নিয়ে সোশাল মিডিয়ায় বিরূপ মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার করা হল অশোকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে। বিজেপি যুব মোর্চার একজন নেতার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে।
ডেপুটি পুলিশ কমিশনার (এসিপি) অজিত সিং ফোনে বলেছেন, "আলী খান মাহমুদাবাদকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন সিঁদুর সম্পর্কিত কিছু মন্তব্যের দেরে এই পদক্ষেপ। ধৃত অধ্যাপক সোশাল মিডিয়ায় সেনাবাহিনীর মহিলা অফিসারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। যা জাতিগত উত্তেজনাকে উস্কে দিয়েছেন।"
অশোকা বিশ্ববিদ্যালয়ের তরফে এক এক বিবৃতিতে বলা হয়েছে, "অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে রবিবার সকালে পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে। এই খবর আমরা জানতে পেরেছি। আমরা পুরো মামলার বিশদ বিবরণ যাচাই করছি। বিশ্ববিদ্যালয় তদন্তে পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।"
অপারেশন সিঁদুরের নিয়ে মন্তব্যের জন্য হরিয়ানা রাজ্য মহিলা কমিশন এই সহযোগী অধ্যাপককে নোটিশ পাঠানোর কয়েকদিন পর তাঁকে গ্রেপ্তার করা হল। কমিশনের চেয়ারপারসন রেনু ভাটিয়া বলেছিলেন, "আমরা দেশের কন্যা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংকে স্যালুট জানাই। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ান এমন অধ্যাপক তাঁদের জন্য যে ধরণের শব্দ ব্যবহার করেছেন... আমি আশা করেছিলাম যে তিনি আজ অন্তত কমিশনের সামনে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করবেন।" কমিশনের মতে, তিনি যে ধরনের শব্দ ব্যবহার করেছেন, তা সেনাবাহিনীর মহিলা সদস্যদের সম্মানহানি ঘটাতে পারে এবং সমাজে অশান্তি তৈরি করতে সক্ষম।
কী বলেছিলেন অধ্যাপক মাহমুদাবাদ?
সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে এক ফেসবুক পোস্টে অধ্যাপক মাহমুদাবাদ লেখেন: 'অনেক ডানপন্থী সমর্থক কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করছেন। এটা ভাল। তবে তাঁরা যদি একইরকম জোরালোভাবে গণপিটুনি, বুলডোজার অভিযান ও ঘৃণার রাজনীতির শিকার মুসলিম নাগরিকদেরও রক্ষা করার দাবি তোলেন, তা হলে সেটাই প্রকৃত দেশপ্রেম হবে।' পাশাপাশি তিনি আরও লিখেছিলেন, 'এই ধরনের জাতীয় ব্রিফিং শুধু বাহ্যিক শোভা বা অপটিক্স, যা আসলে দ্বিচারিতা ছাড়া কিছু নয়।'
এই মন্তব্য ঘিরে বিতর্ক মাথাচাড় দিতেই নিজের বক্তব্যের সপক্ষে অধ্যাপক মাহমুদাবাদ বলেছেন, "আমার মন্তব্যে কোথাও নারীবিদ্বেষ নেই। আমি বরং প্রশংসা করেছি যে একজন মুসলিম নারী অফিসারকে এমন গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে সামিল করা হয়েছে। আমি শুধু বলতে চেয়েছি, এই অন্তর্ভুক্তির মানসিকতা যেন দেশের অন্যান্য মুসলিম নাগরিকদের প্রতিও দেখানো হয়। মহিলা কমিশনের পাঠানো নোটিশে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। আমার পোস্ট সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি শান্তি ও সম্প্রীতির পক্ষে।"
'কলা দেব, আয়', লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, হাড়হিম কাণ্ড এই রাজ্যে
বাবার ক্যানসার, রিপোর্ট পেয়েই মুষড়ে পড়ল গোটা পরিবার, সেই রাতেই একসঙ্গে চরম পদক্ষেপ
বুদ্ধি ‘চুরি’ করতে মানুষের ঘিলু খেয়ে নিতেন, উত্তরপ্রদেশের মগজখেকোর দ্বিতীয় যাবজ্জীবন
বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার! পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী
গাছের নীচে নিশ্চিন্তে ঘুম, হঠাৎ হুড়মুড়িয়ে পড়ল পাঁক-কাদার স্তূপ, পুরকর্মীর ভুলে মর্মান্তিক পরিণতি যুবকের
'ভারতের আত্মরক্ষার অধিকার আছে', 'অপারেশন সিঁদুর' নিয়ে দিল্লিকে সমর্থন জার্মানির, ইসলামাবাদ শুধুই দর্শক!
মিষ্টিতেও মুছল 'পাক' শব্দ, জয়পুরের আইকন 'মাইসোর-পাক' এখন অতীত, বদলে কী হল সেই মিষ্টির নাম?
পাক অর্থমনীতির দফারফা করতে আদাজল খেয়ে ঝাঁপালো নয়াদিল্লি! নজিরবিহীন কোন পদক্ষেপের পথে ভারত?
মন্দির চত্বরেই নমাজ পড়ছেন যুবক! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক
লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরছে গণধর্ষণে অভিযুক্ত, মানবতার হাহাকার কর্ণাটকে
সাপের কামড়ে ৪৭ জনের মৃত্যু ২৮০ বার! কোটি কোটি টাকা আত্মসাৎ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি
এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন
হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট?
কে যে পশু, বোঝা মুশকিল! অসমে রয়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা
‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের!