
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বমাল সহ ধরা পড়ল অবৈধভাবে ভারতে বসবাসকারী ইরানি নাগরিক বাবা ও ছেলে।তাদের উত্তম-মধ্যম দিয়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় হোসেনপুর এলাকার বাসিন্দারা। পুলিশ দু’জনকেই গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হল আলি মাহাবুবি ও তার ছেলে আমির আব্বাস মাহাবুবি। তাদের বাড়ি ইরানের তেহেরানের খানিয়াবাদে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ শনিরার ধৃত বাবাকে কালনা মহকুমা আদালতে, আর ছেলেকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করে। বিচারক আলি মাহাবুবিকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আর তার ছেলে আমির আব্বাস মাহাবুবির ঠাঁই হয়েছে হোমে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে একটি চারচাকা গাড়িতে চড়ে বাবা আলি মাহাবুবি ও ছেলে আমির আব্বাস মাহাবুবি মন্তেশ্বরের হোসেনপুর গ্রামে পৌঁছয়। এরপর তারা হোসেনপুর গ্রামে থাকা ছোটখাটো একটি সোনার দোকানেকে টার্গেট করে। ক্রেতা সেজে ওই সোনার দোকানে গিয়ে তারা নাকছাবি, কানের দুল সহ নানা সোনার অলঙ্কার দেখতে থাকে। সঙ্গে দরদামও করতে থাকে। তারই মধ্যে হঠাৎই সোনার তিনটি নাকছাবি ও একটি কানের দুল নিয়ে তারা চম্পট দেয়। এমনটা দেখেই দোকানদার চোর চোর বলে চিৎকার শুরু করে দেন। তা শুনে স্থানীয়রা ছুটে গিয়ে ওই ইরানি বাবা ও ছেলেকে ধরে ফেলেন।
দোকান মালিক বুদ্ধদেব হাজরা জানিয়েছেন, দামি একটি চারচাকা গাড়িতে চড়ে শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট নাগাদ দু’জন তাঁর দোকানে আসে। ভাঙা ভাঙা হিন্দিতে তারা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। তাদেরকে দেখে প্রথমে সন্দেহজনক মনে হয়নি। দু’জনের মধ্যে একজন ব্যক্তি সোনার অলঙ্কার দেখার সময় কথা বলতে বলতে একটি নাকছাবি কায়দা করে সরিয়ে ফেলে। বুদ্ধদেব বলেন, এমনটা দেখেই তিনি সতর্ক হয়ে যান। এরপর মুহূর্তে মধ্যে আরও কিছু গয়না নিয়ে তারা ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও এলাকার লোকজন তাদের ধরে ফেলে। তবে গাড়িটি নিয়ে চালক পালিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার কথা বুদ্ধদেব জানিয়েছেন।
ধৃতদের থানায় নিয়ে গিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় মন্তেশ্বর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ পুলিশ জানতে পারে, গয়না চুরির উদ্দেশ্যেই ওই দু’জন সোনার দোকানে ঢোকে। তাদের কাছ থেকে দু'টি পাসপোর্ট ও প্রায় আড়াই হাজার মার্কিন ডলার উদ্ধার হয়েছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশের আরও দাবি, ইরানের বাসিন্দা বাবা ও ছেলে ভিসা নিয়ে ভারতে এসেছিল। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কোনও উদ্দেশ্যে তারা ভারতেই থেকে গেছে। দিল্লি সহ ভারতের আরও বেশ কিছু জায়গায় তারা গিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। কালনা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) রাকেশ কুমার চৌধুরি জানিয়েছেন, ধৃতদের বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।
শরীরের উপরের অংশ মানুষের মতো, নিম্নাংশের আকৃতি যেন মাছের লেজ! বর্ধমানের হাসপাতালে জন্ম নিল 'মৎস্যকন্যা'
শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষককে ধারাল অস্ত্রের কোপ, প্রতিবাদে থানায় ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ, অবরোধ
মোদির সভায় বিক্ষুব্ধ অনন্ত মহারাজকে আমন্ত্রণ টিগ্গার,গ্রেটারের কর্মী সমর্থকরা কি সভায় যাচ্ছেন? সাংসদ যা উত্তর দিলেন
টিউমার ফেটে গলে গিয়েছিল শরীরের ভিতর, আধুনিক পরিকাঠামো ছাড়াই জটিল অপারেশন চন্দননগর হাসপাতালে
আচমকা বিস্ফোরণ, কেঁপে উঠল থানা, কালো ধোঁয়ায় ঢেকে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন
আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী
বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’
কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ
পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার
যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার
ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে
পরনে লুঙ্গি গায়ে গামছা, মুখে মাস্ক, রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছেন মন্ত্রী, কিন্তু কেন?
বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে
পেটের মধ্যে ছোট ছোট বলের আকারে জমা ছিল তরল, ফাটলেই হত সর্বনাশ, বিরল রোগে জটিল অস্ত্রোপচার মেডিক্যাল কলেজে
গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর