
শুক্রবার ২৩ মে ২০২৫
সংবাদসংস্থা মুম্বই: শোয়েব ইব্রাহিমকে বিয়ে করে সুখেই সংসার করছেন হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ দীপিকা কক্কর। তাঁদের ছেলে রুহানের বয়স এখন ৩ পার হয়নি। এরই মাঝে তারকা জুটির পরিবারে এসেছে একটি খারাপ খবর। জানা যাচ্ছে, গুরুতর অসুস্থ দীপিকা, আর একথা নিজেই জানিয়েছেন তাঁর অভিনেতা স্বামী শোয়েব।
দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিম তাঁদের জীবনের প্রতিটি মুহূর্ত ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করেন। এবার নতুন ভ্লগে শোয়েব জানিয়েছেন দীপিকার শারীরিক অবস্থা খারাপ। তাঁর লিভারের বাম দিকের লোবে টিউমার হয়েছে এবং সেটিও বেশ বড়। এই কথা বলতে গিয়ে শোয়েবের মুখে বিষন্নতা নেমে আসে। এমনকী তিনি জানান, দীপিকার অস্ত্রোপচার করতে হবে।
ভিডিওতে শোয়েবকে বলতে শোনা যায়, "দীপিকার শরীর একদম ভাল নেই। ওর একটু পেটে সমস্যা আছে, তবে সেটা বেশ গুরুতর। আমি আসলে চণ্ডীগড়ে ছিলাম আর দীপিকা মুম্বইয়ে ছিল। ওর পেটে ব্যথা হচ্ছিল। দীপিকা শুরুতে ভেবেছিলেন অ্যাসিডিটির কারণেই ব্যথা হয়ে থাকবে। কিন্তু পরে সেই ব্যথা অনেকটাই বেড়ে যায়। তারপর ও ডাক্তার দেখাতে যায়। ওর কিছু রক্ত পরীক্ষা করা হয়েছে। এরপরই প্রাথমিকভাবে জানা যায়, দীপিকার পেটে সংক্রমণ হয়েছে।"
শোয়েব আরও বলেন, "এরপরও ব্যাথা না কমায় ওর সিটি স্ক্যান করা হয়। তখনই জানা যায় দীপিকার লিভারের বাম লোবে টিউমার রয়েছে। যা টেনিস বলের মতো বেশ অনেকটাই বড়। টিউমারের কথা জেনে আমরা সবাই ভয় পেয়েছিলাম যে এটা হয়ত ক্যানসারে পরিণত হবে। তবে এখন পর্যন্ত রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি, আর এটাই স্বস্তিদায়ক। তবে এখনও আরও পরীক্ষা-নিরীক্ষা করা বাকি।"
ওই ভিডিওতে শোয়েব জানিয়েছেন তিনি এবং দীপিকা দু'জনেই এই সময়ে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। দীপিকাকে যখন ভর্তি করা হবে, তিনি ছোট্ট রুহানকে কীভাবে সামলাবেন সেটা ভেবেই তিনি চিন্তিত। কারণ, শোয়েব জানান, তাঁদের ছেলে এখনও স্তন্যপান করে। এদিকে অসুস্থতার খবরে বেশ মুষড়ে পড়েছেন দীপিকাও।
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!