
শনিবার ২৪ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: ৮০ বছরের প্রবীণ বলি-অভিনেতা ও পরিচালক টিনু আনন্দ চরম বিতর্কের মুখে। নিজের আবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তায় তিনি প্রকাশ্যে হুমকি দেন— রাস্তার কুকুর দেখলেই হকি স্টিক হাতে নেবেন! সেই বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পশুপ্রেমীরা। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে ভারসোভা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার সূত্রপাত, যখন টিনু আনন্দ মুম্বইয়ের নিজের আবাসনে ফিরে একগুচ্ছ রাস্তার কুকুরের একটা দলের মাঝখানে গিয়ে পড়েন। তৎক্ষণাৎ তিনি লিখে বসেন হোয়াটসঅ্যাপে: “একটা ভয়ানক শুটিং শেষে বাড়ি ফিরেই পড়লাম আরেকটা আতঙ্কের মুখে—চারপাশে শুধু হিংস্র কুকুর, চিৎকার করে যাচ্ছে, যেন এখনই কাউকে কামড়াবে! চ্যালেঞ্জ নিয়েই ফেললাম। আমার হাতে এখন হকি স্টিক… আগাম সতর্ক করে দিচ্ছি সব কুকুরপ্রেমীদের—ওদের ঘরে নিয়ে যান, নইলে রোষের মুখোমুখি হতে হবে! আমার সোসাইটিকে আগেভাগেই জানিয়ে দিলাম।”
এই আক্রমণাত্মক বার্তাই এখন নেটদুনিয়ায় ভাইরাল। পশুপ্রেমী ও সমাজকর্মীরা একবাক্যে নিন্দা করেছেন তাঁকে। অভিনেত্রী শ্বেতা গুলাটি তীব্র ক্ষোভ জানিয়ে লেখেন, “এই মানুষটার প্রতি গভীর সম্মান ছিল… আজ সেটা পুরোপুরি হারালাম। কী ভীষণ বোকামি! প্রার্থনা করি—একদিন যেন ওকেই কেউ পেটায়!” অন্যদিকে অভিনেত্রী করিশ্মা তন্না বলেন— “নিরপরাধ কুকুরদের ওপর হিংস্রতা সমর্থন করা দেখে সত্যিই মন ভেঙে যায়—লজ্জারও বিষয়। যারা শুধু ভালবাসা আর একনিষ্ঠতা বোঝে, তাদের কষ্ট দিয়ে যদি কারও আনন্দ হয়—তাহলে অন্ধকারটা তাদের নয়, আপনার ভিতরেই লুকিয়ে আছে।”
আসলে কী ঘটেছিল? টিনু আনন্দ দাবি করেছেন, তাঁর বার্তার পিছনে একটি পারিবারিক ক্ষত রয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন: “আমার মেয়ে কুকুর বাঁচাতে গিয়ে পড়ে গিয়ে হাত ভেঙেছে। দু'বার অস্ত্রোপচার হয়েছে। ৯০ হাজার টাকা খরচ হয়েছে। যাদের এত কুকুরপ্রেম, তারা যদি ওদের খাওয়ায়, তাহলে গলায় দড়ি পরিয়ে রাখুক। ডেলিভারি বয় পর্যন্ত কুকুরে কামড় খেয়ে আসা বন্ধ করে দিয়েছে।”
তিনি আরও বলেন— “আমি ৮০ বছরের বৃদ্ধ। যদি কোনও কুকুর আমার উপর আক্রমণ করে, তাহলে আত্মরক্ষার অধিকার আমার আছে। আমি কাউকে আঘাত করতে চাইনি, শুধু সাবধান করেছি।”
তবে টিনু আনন্দের বার্তা এতটাই বিতর্ক সৃষ্টি করে যে, পশুপ্রেমী আচল চাড্ডা তাঁর বিরুদ্ধে ভারসোভা থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতাকে লিখিত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশু অধিকার আন্দোলনের অন্যতম মুখ এবং পুলিশ অফিসার সুধীর কুদালকার জানিয়েছেন, “এটা সরাসরি পশুদের প্রতি হিংসার উসকানি। আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের উচিত সংযত থাকা।”
নেটিজেনদের মত কী? নেটপাড়ার একটা বড় অংশ স্পষ্ট বলছে— এই মানসিকতা চলবে না! একজন লিখেছেন— “মানুষ বয়সে বড় হতে পারে, কিন্তু মনুষ্যত্বে ছোট হওয়া যায় না। হকি স্টিক নয়, একটু সহানুভূতি দরকার ছিল।” আর একজনের মন্তব্য, “আপনি বলিউডের বর্ষীয়ান, সেটা ঠিক। কিন্তু এরকম হুমকি দেওয়া রীতিমতো অপরাধ!”
একজন বর্ষীয়ান অভিনেতা থেকে এমন কাণ্ড প্রত্যাশিত নয়— এমনটাই বলছেন বহু মানুষ। স্ট্রে কুকুর সমস্যা হোক বা নিরাপত্তার প্রশ্ন, সহানুভূতি ও আইনি পথ ছাড়া বিকল্প নেই। হকি স্টিক দিয়ে পশু মারার হুমকি কখনও কোনও সমাজে গ্রহণযোগ্য হতে পারে না— সেটা যেই বলুন না কেন।
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?