শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | ২২ দিন পর দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম, স্বস্তির নিঃশ্বাস পরিবারে

Pallabi Ghosh | ১৪ মে ২০২৫ ১৭ : ০৮Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ২২ দিনের মাথায় ভারতে ফিরলেন তিনি। আজ, বুধবার পাকিস্তান থেকে মুক্তি পেলেন পূর্ণম। সকাল দশটা নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন রিষড়ার বিএসএফ জওয়ান। গত ২৩ এপ্রিল থেকে পাকিস্তানে আটক অবস্থায় ছিলেন তিনি। 

পূর্ণমের মুক্তির পর তাঁর বাবা ভোলানাথ সাউ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'দেশরক্ষার কাজে আমার ছেলে আবারও এগিয়ে যাবে।' পূর্ণমের স্ত্রী রজনী জানিয়েছেন, 'গত কয়েকদিন ধরে শরীর ভাল ছিল না। আজ স্বস্তি বোধ করছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফোন করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উনি কথা দিয়েছিলেন, দ্রুত পূর্ণমকে ফিরিয়ে আনা হবে। পূর্ণম বাড়িতে ফিরলেই উনি দেখা করবেন বলে জানিয়েছেন।' রজনী আরও জানিয়েছেন, 'পূর্ণম বাড়ি ফিরলেই জানতে পারব আসল ঘটনা। যে সীমান্তে ঘটনাটি ঘটেছিল, সেখানে ঘটনার পাঁচদিন আগে তিনি প্রথম গিয়েছিলেন। সম্পূর্ণ অপরিচিত ছিল। আমি নিশ্চিত, আবারও দেশরক্ষার জন্য তিনি কাজ করবেন।' 

প্রসঙ্গত পাঞ্জাবের পঠানকোটের ফিরোজপুরে কর্মরত ছিলেন পূর্ণম। পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হানার পরের দিন, ২৩ এপ্রিল ভুল করে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছিলেন পূর্ণম। সেখানে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পাকিস্তানের রেঞ্জার্স তাঁকে ধরে ফেলে। তখন থেকেই পাকিস্তানে তিনি বন্দি ছিলেন। বিএসএফের চেষ্টা সত্ত্বেও মুক্তি পাননি। ১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর পরিবারের আশা ছিল, সম্ভবত শীঘ্রই পূর্ণম মুক্তি পাবেন। যুদ্ধবিরতির চারদিন পর অবশেষে দেশে ফিরলেন তিনি। 

এদিন আদতেই খুশির হাওয়া রিষড়ার সাউ পরিবারে। মিষ্টি খাওয়ানো হয়। বুধবার ফোনে রজনীর সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মুখ্যমন্ত্রী রজনীকে বলেন, 'রিলিজ হওয়ার খবর পাওয়ার পরই সকালে ফোন করেছিলাম। এবার হাসি খুশিতে থাকুন। আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার ভাই পূর্ণমের জন্য।' 

গত ৩০ মার্চ পর্যন্ত ছুটিতে এসে বাড়িতেই ছিলেন পূর্ণম। ছুটি কাটিয়ে ৩১ মার্চ ফিরে যান পাঞ্জাবে। বুধবার রাত আটটা নাগাদ তাঁর স্ত্রীকে ফোন করে ঘটনার বিষয়ে জানান পূর্ণমের এক বন্ধু। তারপরে একাধিকবার ভারত পাকিস্থানের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়েছে। লাভ হয়নি। কোনও খবর ছিল না পরিবারের কাছে। কেমন আছেন পূর্ণম, জানতে গত ২৮ এপ্রিল পাঠানকোট রওনা হন বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ। ২ মে বাড়ি ফিরে রজনী দেবী জানান, বিএসএফের সিও-র সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি তাঁদের জানিয়েছেন ভয়ের কোনও বিষয় নেই। তাঁরা আশাবাদী। এরপরই গত ৪ মে রাজস্থানের ফোর্ট আব্বাসে সীমানা লঙ্ঘন করার অভিযোগে এক পাকিস্তান রেঞ্জার্সকে আটক করে ভারতীয় বিএসএফ। সেই সংবাদ পাওয়ার পর আশার আলো দেখতে পায় রিষড়ার বিএসএফ জওয়ানের পরিবার। 

সেদিন বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী দেবী বলেছিলেন, এতদিন ফ্ল্যাগ মিটিং হয়েছে। সেখানে কোনও উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান। এবার একই ভুল করেছে ওদের রেঞ্জার্স। এবার অন্তত পূর্নমকে ছাড়ার ব্যাপারে ওরা কিছুটা হলেও উৎসাহী হবে। অথচ কিছুই হয় না। গত ৭ মে গভীর রাতে ভারতীয় সেনা পাকিস্থানের জঙ্গি শিবিরে বিমান হামলা চালায়। ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর' ভেঙে গুঁড়িয়ে দেয় একাধিক জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনার সেই প্রত্যাঘাতে পুনরায় পূর্নম ফিরে আসার বিষয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। 

তারপরেও কেটে গেছে বেশ কয়েকটা দিন। গত ১১ মে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষবিরতির খবরে কিছুটা স্বস্তি মিলেছিল পরিবারে। পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় তাঁকে আটক করা হলেও, এদিন ওয়াঘা বর্ডার এলাকায় বিএসএফের আধিকারিকদের হাতে হস্তান্তর করে পাক রেঞ্জার্স। খবর পেয়ে এদিন সকালে জওয়ানের বাড়িতে পৌঁছন রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র এবং স্থানীয় অনেকেই। 


BSF Jawan Purnam Kumar ShawBSF JawanIndia Pakistan Ceasefire

নানান খবর

নানান খবর

'ভারতের আত্মরক্ষার অধিকার আছে', 'অপারেশন সিঁদুর' নিয়ে দিল্লিকে সমর্থন জার্মানির, ইসলামাবাদ শুধুই দর্শক!

মিষ্টিতেও মুছল 'পাক' শব্দ, জয়পুরের আইকন 'মাইসোর-পাক' এখন অতীত, বদলে কী হল সেই মিষ্টির নাম?

পাক অর্থমনীতির দফারফা করতে আদাজল খেয়ে ঝাঁপালো নয়াদিল্লি! নজিরবিহীন কোন পদক্ষেপের পথে ভারত?

মন্দির চত্বরেই নমাজ পড়ছেন যুবক! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক

লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরছে গণধর্ষণে অভিযুক্ত, মানবতার হাহাকার কর্ণাটকে

সাপের কামড়ে ৪৭ জনের মৃত্যু ২৮০ বার! কোটি কোটি টাকা আত্মসাৎ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি

এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন

হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্‌ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট? 

কে যে পশু, বোঝা মুশকিল! অসমে র‍য়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা

‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের! 

দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান

২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে

আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন

স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও

চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা

সোশ্যাল মিডিয়া