
শুক্রবার ২৩ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ জানান, হিট গান ‘গোরি গোরি’-তে প্রথমে তিনিই কেকে-র সঙ্গে গেয়েছিলেন। কিন্তু শেষে শুনে অবাক হয়ে দেখেন, তাঁর গলা বাদ দিয়ে সে জায়গায় নিজের কণ্ঠ ব্যবহার করে নিয়েছেন সুরকার অনু মালিক!
“গোরি গোরি গোরি গোরি… ওই গানটা তো আমি আর কেকে প্রথম গেয়েছিলাম! বিশ্বাস করবেন? একদম ফাটিয়ে গেয়েছিলাম আমরা। তারপর আচমকা শুনি গানটার চূড়ান্ত ভার্সনে অনুর গলা বসে গিয়েছে!”—রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন অভিজিৎ। এই প্রসঙ্গেই তিনি অনু মালিউদ্দেশ্যে ব্যঙ্গ করে বলেন, “অনু মালিক তো এমন একজন ব্যক্তি যে সুযোগ পেলে নিজের গাওয়া গান নিজের ওপরেই পিকচারাইজ করে দিত! ও এতটাই পাগল! বলত, ‘এই গানটা দারুণ হয়েছে, আমি গাইব, আর আমার ওপরই শুট করো!’”
এখানেই থেমে থাকেননি অভিজিৎ। জানান, 'ম্যায় হুঁ না' ছবির ‘তুমহেঁ জো ম্যানে দেখা’-র ক্ষেত্রেও অনুর থেকে একইরকম আচরণ পেয়েছিলেন বলেই দাবি তাঁর। আরও জানান, সাধারণত অনু মালিক ৩–৪ দিন আগেই গায়কদের সময় দিতেন ওই গানের মহড়ার জন্য, ঠিকমতো গানটাকে তোলার জন্য। কিন্তু এই গানের ক্ষেত্রে কোনও প্রস্তুতি ছাড়াই হঠাৎ তাঁকে ফোন করে রেকর্ডিং সেরে ফেলেন।অভিজিতের কথায়, “যদি সময় পেতাম, আরও ভালভাবে গাইতে পারতাম। গানটা আরও রিফাইনড হত।”
উল্লেখ্য, ‘ম্যায় হুঁ না’ ছিল ফারাহ খানের পরিচালনায় প্রথম ছবি। শাহরুখ খান, সুস্মিতা সেন, জায়েদ খান, সুনীল শেট্টি ও আমৃতা রাও অভিনীত এই ছবি এবং এর গানগুলি ২০০৪ সালে সুপারহিট হয়েছিল। ‘গোরি গোরি’, ‘তুমহেঁ জো ম্যানে দেখা’, ‘তুমসে মিলকে’—সবার মুখে মুখে ফিরত, কিন্তু গানের পর্দার আড়ালে চলত গলার লড়াই।
বছরের পর বছর চুপ করে থাকার পর, এবার সেই অভিমান আর ক্ষোভের ঢাক সরালেন অভিজিৎ, যিনি বলিউডে একাধিক আইকনিক গান উপহার দিয়েছেন।
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!