
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংসকারী 'অপারেশন সিঁদুর' কেবল একটি অভিযান নয়, একটি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের একটি নীতি, এটাই নিউ নর্মাল। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সাফ কথা, ভারতের মাটিতে সন্ত্রাস হলে মুখের উপর তার জবাব দেবে ভারত। কোনও পরমাণু ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না এবং পরমাণু ব্ল্যাকমেলের আড়ালে বেড়ে ওঠা সন্ত্রাসের ঠিকানায় ভারত নির্ভুল আঘাত হানবে। পাকিস্তানে সন্ত্রাসের মদতদাতা সরকার ও জঙ্গিদের মধ্যে কোনও পার্থক্য করা হবে না।
নিউ নর্মালে পাকিস্তানের উদ্দেশে যেভাবে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তা যেন বেনজির।
এ দিন প্রধানমন্ত্রী বলেছেন, "অপারেশন সিঁদুর শুধু একটা নাম নয়, দেশের কোটি কোটি মানুষের আবেগের প্রতীক। অপারেশন সিঁদুর ন্যায়ের অখণ্ড প্রতিজ্ঞা। ৬ মে রাতে তথা ৭ মে ভোরে এই প্রতিজ্ঞা ও শপথের অভিঘাত দেখেছে বিশ্ব। অপারেশন সিঁদুর শেষ হয়নি, ভারতীয় নাগরিকদের উপর রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদী হামলা হলেই এই অভিযান ফের হবে। এটি একটি নিউ নর্মাল অবস্থা। আমাদের নাগরিকদের উপর আক্রমণ করা হলে ভারত সন্ত্রাসের কেন্দ্রস্থলে নির্ণায়কভাবে আঘাত করবে।"
যুদ্ধ পরিস্থিতিতে প্রায়ই পাক মন্ত্রী, আধিকারিক, রাষ্ট্রদূতরা ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে। এর পাল্টা মোদি বলেন, "পারমাণবিক ব্ল্যাকমেইল ভারতের বিরুদ্ধে কাজ করবে না।"
এ দিন প্রধানমন্ত্রীর ভাষণ তাৎপর্যপূর্ণ। যা ইঙ্গিত দেয় যে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদ যদি ভারতের কোনও নাগরিকের ক্ষতি করে তবে ভারত আবারও ক্রোধের সঙ্গে জবাব দেবে।
উল্লেখযোগ্য হল যে, পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি বাহাওয়ালপুর এবং মুরিদকে এ দিন প্রধানমন্ত্রী মোদি "সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়" বলে অভিহিত করেছেন। বলেছেন, "আমরা ভারতকে রক্ষা করার জন্য দৃঢ় পদক্ষেপ করব। অপারেশন সিঁদুর ইতিহাস রচনা করেছে। আমরা মরুভূমি, পাহাড়ে আমাদের শক্তি প্রদর্শন করেছি এবং নতুন যুগের যুদ্ধে আমাদের সম্ভাবনা দেখিয়েছি।"
প্রধানমন্ত্রীর মতে, জঙ্গিরা কখনও কল্পনাও করেনি যে- ভারত এত সাহসী পদক্ষেপ করবে, কিন্তু সমগ্র জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে দেশকে আগ্রাধিকার দেয় তখন দৃঢ় সিদ্ধান্ত নিতেই হয় এবং তার ফলাফল সুদূরপ্রসারী।
মোদির দাবি, পাকিস্তানে সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা কেবল তাদের পরিকাঠামোই নয়, তাদের মনোবলও ভেঙে দিয়েছে। তিনি উল্লেখ করেন যে, বাহাওয়ালপুর এবং মুরিদকের মতো স্থানগুলি দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে কাজ করে আসছে, যা তাদেরকে বিশ্বব্যাপী বড় বড় হামলার সঙ্গে যুক্ত করেছে, যার মধ্যে রয়েছে ৯/১১-এর মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা, লন্ডন টিউব বোমা হামলা এবং ভারতে কয়েক দশক ধরে চলা সন্ত্রাসবাদী ঘটনা।
ভারতের অভিযানের ফলে ১০০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েক দশক ধরে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্রকারী ভয়ঙ্কর জঙ্গিও রয়েছে।
সাপের কামড়ে ৪৭ জনের মৃত্যু ২৮০ বার! কোটি কোটি টাকা আত্মসাৎ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি
এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন
হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট?
কে যে পশু, বোঝা মুশকিল! অসমে রয়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা
‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের!
দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান
২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে
আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর