
শনিবার ২৪ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের কাজের সংস্কৃতি নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপ। এবার ফের বোমা ফাটালেন তিনি। রাখঢাক না করেই সরাসরি ‘প্যান-ইন্ডিয়া’ ছবি তৈরির প্রবণতাকেই এক “বিপুল প্রতারণা” বলে দাগিয়ে দিলেন তিনি! সম্প্রতি এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলিউডের গ্ল্যামার-আচ্ছাদিত জগৎকে নিঃসংকোচে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর পরিচালক।
অনুরাগ স্পষ্ট ভাষায় বলেন— “আমার মতে, ‘প্যান-ইন্ডিয়া’ একটা বিশাল স্ক্যাম। একটা ছবি বানাতে তিন-চার বছর সময় লেগে যায়। সে ছবির উপর অনেক মানুষের রুজি-রোজগার নির্ভর করে। কিন্তু বাজেটের সব টাকা ছবির কনটেন্টে যায় না—তার অনেকটাই খরচ হয় বিশাল, কৃত্রিম সেট আর বাহ্যিক চাকচিক্যে। যার বাস্তবতা খুবই কম। এবং শেষমেশ দেখা যায়, এসব ছবির মধ্যে হয়তো ১ শতাংশ কাজ করে। বাকি সব মুখ থুবড়ে পড়ে।”
তিনি আরও বলেন, “‘উরি’-র সাফল্যের পর সবাই দেশপ্রেমে ভরা ছবি বানাতে শুরু করল। ‘বাহুবলী’র পর শুরু হল প্রভাস-সহ বিশাল তারকাদের নিয়ে কোটি কোটি টাকার প্রজেক্ট। ‘কেজিএফ’-এর পর সবাই মনে করল, সেটাই নতুন মন্ত্র! অথচ এই ‘ফর্মুলা’ ধরতেই সিনেমার আসল গল্প হারিয়ে গেল।” অনুরাগের মতে, এই অন্ধ অনুকরণ আর অতিরিক্ত বাজেট নির্ভরতা সিনেমাকে শিল্প নয়, স্রেফ পণ্য বানিয়ে তুলছে।
প্রসঙ্গত, ‘প্যান-ইন্ডিয়া’ ছবি হল এমন সিনেমা যেগুলি একসঙ্গে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম সহ একাধিক ভাষায় মুক্তি পায়—যার সূচনা মূলত ‘বাহুবলী’ ছবির ঐতিহাসিক সাফল্যের পর থেকেই। তবে অনুরাগের মতে, এই ট্রেন্ড এখন “হাইপ-বেচা”-র ব্যবসা ছাড়া আর কিছুই নয়।
“পরিবর্তন তখনই সম্ভব, যখন আমরা গল্পকেই ফের কেন্দ্রে আনব। দর্শকের মন পেতে গেলে নিছক বাজেট বা ভিজ্যুয়াল নয়, দরকার হৃদয় ছোঁয়া কনটেন্ট,”—মন্তব্য কাশ্যপের।
উল্লেখ্য, অনুরাগ কাশ্যপের শেষ পরিচালিত ছবি ‘কেনেডি’ এখনও ভারতে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, অভিনেতা হিসেবে তিনি সম্প্রতি দেখা গিয়েছেন ‘রাইফেল ক্লাব’ এবং ‘বিদুথালাই পার্ট ২’-এ।
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?