
শনিবার ২৪ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: শুধু সোশ্যাল মিডিয়া নয়—এবার হিন্দি গানের অ্যালবামেও আর জায়গা নেই পাকিস্তানি শিল্পীদের। তা সে যতই পুরনো প্রজেক্ট হয়ে যাক না কেন। ভারত-পাক উত্তেজনার আবহে একের পর এক বলিউড প্রজেক্ট থেকে মুছে ফেলা হচ্ছে ওয়াঘা সীমান্তের ওপার থেকে আসা তারকাদের সব ছবি।
সাম্প্রতিক উদাহরণ ‘সনম তেরি কসম’। ছবিতে মুখ্যভূমিকায় ছিলেন হর্ষবর্ধন রানে এবং পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেন। কিন্তু সোমবার দেখা গেল, স্পটিফাই ও ইউটিউব-এর অ্যালবাম কভার থেকে মাওরাকে পুরোপুরি মুছে দেওয়া হয়েছে—বাকি আছেন শুধু হর্ষবর্ধন। এই বিষয়ে যখন ছবির প্রযোজক দীপক মুখুটের সঙ্গে যোগাযোগ করা হয়, তিনি বলেন, “আমাকে কিছু জানানো হয়নি। এটা ওদের সিদ্ধান্ত। সরকার যা বলে, সবাইকে মানতে হয়।” অন্যদিকে, হর্ষবর্ধন রানে এই বিষয়ে একটু মজার ছলেই বলেন, “এখন তো সবাই বলবে এটা আমার প্রচার, জনসংযোগকারী টিম করিয়েছে! না, আমি বলব এটা কমন সেন্সের ব্যাপার—এক ধরনের আগাছা পরিষ্কার করা চলছে।”
ঠিক একই দৃশ্য দেখা গেছে শাহরুখ খান ও মাহিরা খানের রোম্যান্টিক গান ‘জালিমা’-এর ক্ষেত্রেও। রইস ছবির এই জনপ্রিয় গানের কভার আর কোথাও নেই মাহিরার চিহ্ন—সে স্পটিফাই হোক অথবা ইউটিউব কিংবা ইউটিউব মিউজিক—সব জায়গাতেই শুধু একা শাহরুখ!
এই নীরব পরিবর্তনগুলোকে অনেকেই দেখছেন পাকিস্তানি শিল্পীদের বলিউড থেকে আরও এক ধাপ সরিয়ে দেওয়ার প্রক্রিয়া হিসেবে। বিশেষ করে পহেলগাওঁয়ের সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারত সরকারের কড়া প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই মনে করা হচ্ছে। এমনকী, ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি কনটেন্ট।
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?