
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ধর্মশালায় ব্ল্যাকআউট ঘটনার পর ফ্র্যাঞ্চাইজি এবং বিদেশি প্লেয়াররা উদ্বেগ প্রকাশ করায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের ভবিষ্যত নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে জানা যাচ্ছে, নতুন সূচি ঠিক করতে এক সপ্তাহের মধ্যে বৈঠক হবে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করেন, আইপিএলের বাকি অংশ ইংল্যান্ডে হতে পারে। কারণ সেখানে সমস্ত পরিকাঠামো রয়েছে। সেক্ষেত্রে আসন্ন টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডে থেকে যেতে পারবে ভারতীয় ক্রিকেটাররা।
মাইকেল ভন বলেন, 'আমার মনে হচ্ছে আইপিএল ইংল্যান্ডে শেষ করা যেতে পারে। আমাদের ভেন্যু তৈরি। তারপর টেস্ট সিরিজ খেলতে ভারতীয় প্লেয়াররা থেকে যেতে পারবে। এমন আমি মনে করি।' নিজের এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। প্রসঙ্গত, বৃহস্পতিবার পাকিস্তানের ড্রোন আক্রমণের পর ধর্মশালাতেও ব্ল্যাকআউট হয়। যার ফলে পরিত্যক্ত হয়ে যায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচ। অগ্রাধিকার দেওয়া হয় প্লেয়ারদের নিরাপত্তাকে। ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইপিএল খেলা বিদেশিরা। দেশে ফিরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করে। এবার তাঁদের নিরাপদে কীভাবে দেশে পৌঁছে দেওয়া যায় সেই নিয়ে আলোচনায় বিসিসিআই। বর্তমানে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার অপেক্ষায় আইপিএল কর্তৃপক্ষ।
উইকেটের পর অটোগ্রাফ দিতে দিতে কড়া শাস্তি, নিষেধাজ্ঞার মুখে পড়লেন দিগ্বেশ
অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
বৃষ্টিতে পিছিয়ে গেল টস, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফের দৌড় থেকে বিদায় নেবে কেকেআর
ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?