
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে এক সপ্তাহ আইপিএল স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার মাঝপথে বন্ধ হয়ে যায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। শুক্রবার থেকে আইপিএল বন্ধ। অর্থাৎ, এদিন লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা হবে না। শনিবার হবে না সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। এবার টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার রাতে কোহলিদের মুখোমুখি হওয়ার কথা ছিল পন্থের দলের। অন্যদিকে হায়দরাবাদে কেকেআরের খেলার কথা ছিল। কিন্তু আইপিএল সাতদিন স্থগিত রাখায়, এই দুটো ম্যাচই হবে না।
নিজেদের এক্স হ্যান্ডেলে সানরাইজার্সের পক্ষ থেকে বলা হয়, 'বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে, আপাতত আইপিএল স্থগিত রাখা হয়েছে। টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে।' অন্যদিকে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লখনউয়ের পক্ষ থেকে লেখা হয়, 'একানা স্টেডিয়ামে রাতের ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া দ্রুত জানানো হবে।' বৃহস্পতিবার পাকিস্তানের ড্রোন হামলার পর দেশের একাধিক শহর ব্ল্যাকআউট হয়ে যায়। সেই তালিকায় ছিল ধর্মশালাও। বাতিস্তম্ভের আলো নিভে যাওয়ায় মাঠ ছাড়েন ক্রিকেটাররা। প্লেয়ারদের নিরাপত্তার কথা ভেবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। হোটেলে পাঠিয়ে দেওয়া হয় ক্রিকেটারদের। দ্রুত মাঠ খালি করে দেওয়া হয়। রাতেই জরুরী বৈঠকে বসে আইপিএলের গভর্নিং কাউন্সিল। শেষপর্যন্ত শুক্রবার দুপুরে আইপিএল সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানানো হয়। আবার কবে থেকে শুরু হবে কোটিপতি লিগ, সেই সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহের মধ্যে বৈঠক হবে।
উইকেটের পর অটোগ্রাফ দিতে দিতে কড়া শাস্তি, নিষেধাজ্ঞার মুখে পড়লেন দিগ্বেশ
অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
বৃষ্টিতে পিছিয়ে গেল টস, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফের দৌড় থেকে বিদায় নেবে কেকেআর
ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?