সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | অ্যান্টিক ছোঁয়ায় অন্দরসজ্জা! কীভাবে হাতের কাছের চেনা জিনিসেই ঘর সাজাবেন? জানালেন ডিজাইনার

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ মে ২০২৫ ২২ : ৫০Soma Majumder


আজকাল ওয়েবডেস্কঃ ছিল রুমাল, হয়ে গেল বেড়াল! 

ঘর সাজাতে এমন একটা ফর্মুলাই যদি ভোল পাল্টে দেয় চারপাশটার? অন্দরসজ্জায় আসে এক অচেনা চমক? ঠিক তেমন ম্যাজিকই করে দেখাচ্ছেন ডিজাইনার ইরানি মিত্র। বাড়িতে পড়ে থাকা পুরনো জিনিস, আদিবাসী হাট থেকে কেনা ধাতুর বাসনপত্র, বাতিল টুকিটাকি দিয়েই তিনি ঘর সাজিয়ে দিচ্ছেন এক্কেবারে অচেনা স্বাদে।

কর্মসূত্রে ঝাড়খণ্ডে গিয়েছিলেন ইরানি। সেখানেই তামা, পিতল, কাঁসা, লোহা আর টিনের নানা রকম বাসনপত্র, ঘরকন্নার টুকিটাকি দিয়ে গৃহসজ্জার উপকরণ তৈরির ভাবনার সূত্রপাত। সঙ্গে টিনের শিট কিংবা দিল্লি থেকে আনা অ্যালুমিনিয়ামের জিনিসপত্র জুটে গেল কাজে। সে সব কেটেছেঁটে, ঝালাই করে দিতেই এক্কেবারে ভোল পাল্টে অন্য জিনিস! 

কী রকম?

ইরানির কাছে ছিল পিতলের একটা হাতা। তাকেই ক্ল্যাম্পে লাগিয়ে দিব্যি বানিয়ে নেওয়া গেল বাথরুমে তোয়ালে রাখার রড। 
কিংবা নানা আকারের পিতলের থালা। তাতে চেন, কাঁটা আর ব্যাটারি লাগাতেই হয়ে গেল এক্কেবারে অন্য স্বাদের অ্যান্টিক দেওয়াল ঘড়ি!
টিনের পাত ঝালাই করে ছোট ছোট ল্যাম্পশেড গড়ে, তাতে বাল্ব লাগিয়ে, চেন দিয়ে জুড়ে ঝোলানোর ব্যবস্থা করে ফেলতেই সিলিং সেজে উঠল সুদৃশ্য শ্যান্ডেলিয়ারে।

কী ভাবে শুরু হল এই অন্য স্বাদের অন্দরসাজ?

ইরানির কথায়, “মধুপুরে একটা পুরনো বাড়ি সংস্কারের কাজে যেতে হচ্ছিল নিয়মিত। সেখানে আদিবাসী হাটে তামা, লোহা, পিতল, কাঁসার জিনিসপত্র পাওয়া যায়। সেগুলো যেমন ভাল মানের, তেমন টেকসইও বটে। সে সব কিনে, সেগুলোর কথা মাথায় রেখেই নানা ধরনের ছবি আঁকা, নকশা, রং, ঝালাই ইত্যাদি কাজ শুরু করি। পিতলের হাতা-খুন্তি দিয়ে যেমন টাওয়েল হোল্ডার বানিয়েছি। ফেলে দেওয়া বাড়ির জানলার পুরনো জালিতে বড় আয়না লাগিয়ে তৈরি হয়েছে মিরর সেট। যার পুরোটা জুড়ে আদিবাসী ঘরানার ছাপ। আবার আর্বান লুকও আছে।”
এমন আর কী কী আছে ইরানির ভাঁড়ারে?

সিমেন্ট মাখার চ্যাপ্টা লোহার কড়াইয়ের উপরে গোল একটা ফ্রেম দিয়ে আয়না বসেছে। তলায় কড়াই দিয়ে তাক। কিংবা টিনের টুকরো ঘষেমেজে এখন চকচকে চৌকো আকারের ফোটোফ্রেম। অ্যালুমিনিয়াম গ্লাস হয়ে গিয়েছে বটল হোল্ডার। তামা-পিতলের বাটিতে নকশা কেটে বানিয়ে নেওয়া হয়েছে সুদৃশ্য সাবানদানি। এমন আরও কত কী!

সাধের বাড়ির ভোলবদল করে নতুন চমক দিতে কার না ভাল লাগে! আর্বান অন্দরসজ্জায় অ্যান্টিক ছোঁয়া দিতে ভালবাসেন অনেকেই। তা যদি হয় হাতের নাগালে থাকা জিনিসের হাত ধরে, তবে তো কথাই নেই! এমন মানুষদের কথা মাথায় রেখেই হরেক রকম অন্য স্বাদের গৃহসজ্জার টুকিটাকি তৈরি করে চলেছেন ইরানি।


Home Decorantique style home decor antique style

নানান খবর

নানান খবর

দেখতে বাসমতী, খেতেও সুস্বাদু! ১৮ বছরের গবেষণায় তৈরি নতুন এই চালের গুণ জানলে আর অন্য চাল কিনবেন না

মানসিক চাপে বিধ্বস্ত লাগছে? আর কষ্ট নয়, চাপমুক্ত ও আনন্দময় জীবন পেতে নিয়মিত করুন একটি বিশেষ কাজ

অনলাইনে টাকা লেনদেন করার আগে সব সময় যাচাই করুন তিনটি জিনিস, নইলে নিমেষে ফাঁকা হবে অ্যাকাউন্ট

বাড়ির ব্যালকনিতেই ফলবে টমেটো, বেগুন, লঙ্কা! 'কিচেন গার্ডেনিং' করার সময় মাথায় রাখবেন কোন কোন বিষয়?

ঘরেই রয়েছে অমূল্য ধন, মা-ঠাকুমার আমলের এই বিশেষ পদ্ধতিতে তৈরি খাবার খেলে আর ভুগতে হবে না পেটের সমস্যায়

চরম উত্তেজনার মুহূর্তেও স্নায়ু থাকবে অবিচল! তিনটি কৌশল শিখে নিন, আর কোনও দিন নিয়ন্ত্রণ হারাবেন না

খবরদার! বিছানায় শুয়ে শুয়ে এই কাজটি আর করবেন না! কী মারাত্মক বিপদ ডেকে আনে জানলে শিউরে উঠবেন

পুরুষদের টাকেও গজাবে চুল! অতিপরিচিত এই সবজির বীজ ব্যবহার করেই মাথা ঢাকবে কুচকুচে কালো কেশে

কাপের পর কাপ চা খান? অজান্তেই মহাবিপদ ডেকে আনছেন! অতিরিক্ত চা পানে শরীরে কী প্রভাব পড়ে জানেন?

বিবেকানন্দের প্রিয় গীতার শ্লোক লেখা পোশাকে! কানের মঞ্চে ভারতীয় ঐতিহ্যের জয়গান ঐশ্বর্যের

আব্রাম-তৈমুররাও খায় স্কুলের 'মিড ডে মিল'! তারকাসন্তানদের পাতে কী কী থাকে? জানলে চমকে যাবেন

করুন চোখের পরীক্ষা, এই ছবিতে বিড়াল খুঁজে পেলে বুঝবেন আপনার দৃষ্টি খুব ভাল

ঠিক কতক্ষণ সঙ্গম করলে তৃপ্ত হয় সঙ্গীর শরীর? নয়া গবেষণায় যৌনজীবনে মিলল নতুন দিশা

বুধের চালে আজ থেকে 'মালামাল' ৪ রাশি! যা ছোঁবেন তাই সোনা, গুণে শেষ করতে পারবেন না টাকা

চটজলদি উধাও হলুদ ছোপ, দাঁতের কোণা থেকে দূর হবে ময়লা! এই একটি ফলের গুণেই ঝকঝক করবে হাসি

সোশ্যাল মিডিয়া