
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২০২০ সালে সুপ্রিম কোর্ট ভারতীয় সেনাবাহিনীতে মহিলা অফিসারদের স্থায়ী কমিশন (পার্মানেন্ট কমিশন) প্রদানের পক্ষে রায় দিয়েছিল। ওই সময়, শীর্ষ আদালত কর্নেল সোফিয়া কুরেশির কৃতিত্বকে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরেছিল। ভারতীয় সেনার কর্নেল সোফিয়াই বুধবার 'অপারেশন সিঁদুর' সম্পর্কে সংবাদমাধ্যমকে ব্রিফিং করেছিলেন।
সেনাবাহিনীতে কেন সব পদে মহিলাদের স্থায়ী নিয়োগ হবে না তা জানতেই সোফিয়া কুরেশির কৃতিত্বকে তুলে ধরেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য ছিল, কোনও যুক্তি ছাড়াই সেনায় কমান্ড নিয়োগের ক্ষেত্রে মহিলাদের সম্পূর্ণ অ-বিবেচনা আইনত টিকিয়ে রাখা যায় না।
১৭ ফেব্রুয়ারী, ২০২০ তারিখের রায়ে, শীর্ষ আদালত বলেছিল যে সেনাবাহিনীতে কর্মী নিয়োগ ব্যতীত সকল পদ থেকে মহিলাদের সম্পূর্ণরূপে বাদ দেওয়া অগ্রহণযোগ্য এবং কোনও যুক্তি ছাড়াই কমান্ড নিয়োগের জন্য তাদের সম্পূর্ণ অ-বিবেচনা আইনত টিকিয়ে রাখা যায় না।
সোফিয়া কুরেশির কৃতিত্ব তুলে ধরতে গিয়ে সুপ্রিম কোর্টে সেই সময়ে বলেছিল, "লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি (আর্মি সিগন্যাল কর্পস) হলেন প্রথম মহিলা যিনি 'এক্সারসাইজ ফোর্স ১৮' নামক একটি বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর একটি দলকে নেতৃত্ব দিয়েছেন, যা ভারত আয়োজিত সর্ববৃহৎ বিদেশি সামরিক মহড়া।"
এছাড়াও শীর্ষ আদালত বলে, "তিনি ২০০৬ সালে কঙ্গোতে রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা অভিযানে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি অন্যান্যদের সঙ্গে সেই দেশগুলিতে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং মানবিক কার্যকলাপে সহায়তা করার দায়িত্বে ছিলেন। তাঁর কাজ ছিল সংঘাতপ্রবণ এলাকায় শান্তি নিশ্চিত করা। সেই কাজ তিনি কৃতীত্বর সঙ্গে করেছেন।"
এই বিষয়ে কেন্দ্রের হলফনামার দিকে নজর রেখে আদালত বলেছিল যে, পাল্টা হলফনামায় নারী এসএসসি অফিসারদের জাতির স্বার্থে এবং তাঁদের পুরুষ সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিশদ বিবরণ রয়েছে। কিছুটা কড়া সুরেই বলা হয়েছিল, "তবুও, জৈবিক গঠন এবং সামাজিক পরিবেশের কারণে এই আদালতের সামনে বারবার করা আবেদনের মাধ্যমে সেনায় মহিলাদের ভূমিকাকে হালকা করে দেখার চেষ্টা করা হচ্ছে। প্রমাণ করার চেষ্টা চলসছে যে, মহিলারা তাঁদের পুরুষ সহকর্মীদের তুলনায় কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বাস্তব যুক্তির প্রেক্ষিতে এসব মেনে নেওয়া হবে না।"
বুধবার অপারেশন সিঁদুর মিডিয়া ব্রিফিংয়ের সময়, বিদেশ সচিব বিক্রম মিস্রির সঙ্গে ছিলেন কর্নেল কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) উইং কমান্ডার ব্যোমিকা সিং। কীভাবে অপারেশন সিঁদুর সম্পন্ন হয়েছে তা তুলে ধরেছিলেন কর্নেল কুরেশি।
গত ২২শে এপ্রিল পাহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনী 'অপারেশন সিঁদুর' অভিযান করে। ওই অভিযানে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নয়টি সন্ত্রাসবাদী জঙ্গি গাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয। তার কয়েক ঘন্টা পরেই ওই ব্রিফিং করা হয়।
১৯৭৪ সালে গুজরাটের ভদোদরায় জন্মগ্রহণকারী কর্নেল কুরেশি ১৯৯৭ সালে মনোনমানিয়াম সুন্দরনার বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
অতীতে গুরুত্বপূর্ণ সিগন্যালস কর্পসের একজন কর্মকর্তা হিসেবে, ২০০৬ সালে কঙ্গোতে ভারতীয় সেনার তরফে সামরিক পর্যবেক্ষকের ভূমিকায় ছিলেন তিনি। উত্তর-পূর্ব অঞ্চলে বন্যা ত্রাণ অভিযানের অংশ নিয়েছিলেন এই বীর কন্যা।
কর্নেল কুরেশি ২০১৬ সালে আসিয়ান দেশগুলির মধ্যে শান্তি বজায় রাখার জন্য ভারত আয়োজিত বহু-জাতীয় ফিল্ড প্রশিক্ষণ মহড়া, এক্সারসাইজ ফোর্স ১৮-এ তাঁর দলের নেতৃত্বদানকারী প্রথম মহিলা অফিসার হয়েছিলেন।
'কলা দেব, আয়', লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, হাড়হিম কাণ্ড এই রাজ্যে
বাবার ক্যানসার, রিপোর্ট পেয়েই মুষড়ে পড়ল গোটা পরিবার, সেই রাতেই একসঙ্গে চরম পদক্ষেপ
বুদ্ধি ‘চুরি’ করতে মানুষের ঘিলু খেয়ে নিতেন, উত্তরপ্রদেশের মগজখেকোর দ্বিতীয় যাবজ্জীবন
বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার! পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী
গাছের নীচে নিশ্চিন্তে ঘুম, হঠাৎ হুড়মুড়িয়ে পড়ল পাঁক-কাদার স্তূপ, পুরকর্মীর ভুলে মর্মান্তিক পরিণতি যুবকের
'ভারতের আত্মরক্ষার অধিকার আছে', 'অপারেশন সিঁদুর' নিয়ে দিল্লিকে সমর্থন জার্মানির, ইসলামাবাদ শুধুই দর্শক!
মিষ্টিতেও মুছল 'পাক' শব্দ, জয়পুরের আইকন 'মাইসোর-পাক' এখন অতীত, বদলে কী হল সেই মিষ্টির নাম?
পাক অর্থমনীতির দফারফা করতে আদাজল খেয়ে ঝাঁপালো নয়াদিল্লি! নজিরবিহীন কোন পদক্ষেপের পথে ভারত?
মন্দির চত্বরেই নমাজ পড়ছেন যুবক! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক
লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরছে গণধর্ষণে অভিযুক্ত, মানবতার হাহাকার কর্ণাটকে
সাপের কামড়ে ৪৭ জনের মৃত্যু ২৮০ বার! কোটি কোটি টাকা আত্মসাৎ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি
এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন
হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট?
কে যে পশু, বোঝা মুশকিল! অসমে রয়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা
‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের!