
রবিবার ২৫ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ‘পারফেকশনিস্ট’ তকমাটা তিনি কেমন করে অর্জন করেছেন, তা এবার নিজেই বুঝিয়ে দিলেন আমির খান। পর্দায় চরিত্রের সঙ্গে একাত্ম হতে কতটা গভীরে ডুব দিতে পারেন তিনি—সেটাই প্রমাণ করলেন এক বিস্ময়কর স্বীকারোক্তিতে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে আমির ফাঁস করলেন, ‘রাখ’ (১৯৮৯) ও ‘ঘুলাম’ (১৯৯৮)-এর শুটিংয়ের সময় তিনি টানা ১২ দিন স্নান করেননি। শুধু একবার নয়, দু-দু'বার!
‘রাখ’-এর প্রসঙ্গে আমির বলেন, “আমার চরিত্রটা ছিল এমন একজন, যে বাড়ি ছেড়ে রাস্তায় এসে পড়েছে। রাস্তায় থাকা একজনের যা অবস্থা হয়, আমি সেটাই চেয়েছিলাম ফুটিয়ে তুলতে। তাই শুটিংয়ের সময়ে ইচ্ছে করে স্নান বন্ধ করে দিয়েছিলাম।” অপরিছন্ন চেহারাই তখন ছিল তাঁর লক্ষ্য। বাস্তবতাকে ক্যামেরার সামনে টেনে আনতেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা!
‘গুলাম’-এর ক্লাইম্যাক্স দৃশ্যেও ছিল চরম অ্যাকশন ও আহত অবস্থার টানা ধারাবাহিকতা। আমিরের কথায়, “ছবির এই অংশে আমার চরিত্রটা মার খেতে খেতে একেবারে থেঁতলে যায়। প্রতিদিন স্নান করলে সেই দৃশ্যের কন্টিনিউটি থাকত না। কারণ, স্নানের পর যেকোনও ব্যক্তিকে দেখতে একটু তরতাজা লাগে, সেই ফ্রেশ ব্যাপারটা আমি চাইনি। অগত্যা...” তাই সাত দিন পর্যন্ত তিনি স্নান না করেই শুটিং চালিয়ে যান আমির!
অদ্ভুত শোনালেও, এটাই আমিরের অভিনয় দর্শন। বলিউডে ‘মেথড অ্যাক্টিং’-এর মুকুটধারীদের একজন আমির খান। বহু অভিনেতাই চরিত্রে ঢোকার চেষ্টা করেন, কিন্তু এইভাবে শারীরিকভাবে নিজেকে বদলে ফেলা, চরিত্রের মতো ‘গন্ধ’ পাওয়া পর্যন্ত চেষ্টা করা—তা নিঃসন্দেহে বিরল!
এইমুহূর্তে আমির খান এখন প্রস্তুতি নিচ্ছেন তাঁর নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’-এর জন্য, যা তাঁর ২০০৭ সালের কালজয়ী ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল। ছবিটি পরিচালনা করছেন আর এস প্রসন্ন। সঙ্গে থাকছেন জেনেলিয়া ডিসুজাও। ছবিটি মুক্তি পাবে ২০ জুন ২০২৫-এ।
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! অর্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!