
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চলতি মরশুমের শেষে লিভারপুল ছাড়ছেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। সোমবার অফিশিয়ালি ঘোষণা করে দেওয়া হল ক্লাবের তরফে। এবারই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ট্রেন্টের। ফলে, ফ্রি এজেন্ট হিসেবেই ক্লাব ছাড়তে চলেছেন তিনি। সরকারি বিবৃতিতে ক্লাব জানিয়েছে, ট্রেন্ট নিজেই চুক্তির মেয়াদ শেষে ক্লাব ছাড়ার অনুরোধ করেছিলেন। উভয় পক্ষের সম্মতিতে এক সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।
এই ঘোষণার পরেই ট্রেন্টের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, আগামী ২৫ মে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে লিভারপুলের হয়ে অ্যানফিল্ডে শেষ লিগ ম্যাচ খেলতে নামবেন ট্রেন্ট। ওইদিনই ম্যাচ শেষে ক্লাবের হাতে প্রিমিয়ার লিগ ট্রফি তুলে দেওয়া হবে। তবে তিনি আনুষ্ঠানিক ভাবে ক্লাব ছাড়বেন ৩০ জুন, চুক্তির মেয়াদ শেষ হলে।
২৬ বছর বয়সী এই ইংলিশ ফুল-ব্যাক লিভারপুলের হয়ে ৩৫২টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে গোল করেছেন ২৯টি। ৮টি বড় শিরোপা জয় করেছেন যার মধ্যে রয়েছে চলতি মরশুমের প্রিমিয়ার লিগ শিরোপাও।
ট্রেন্ট ক্লাব ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘২০ বছর ধরে প্রতিদিন সেরাটা দেওয়ার পর এখন মনে হচ্ছে আমার নতুন কিছু করা দরকার—একটা নতুন চ্যালেঞ্জ, একজন খেলোয়াড় ও একজন মানুষ হিসেবে। আমার মনে হয়, এখনই সেই উপযুক্ত সময়’।
জানা যাচ্ছে. রিয়াল মাদ্রিদের তরফে জানুয়ারি মাস থেকেই ট্রেন্টকে নজরে রাখা হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, একটি মৌখিক চুক্তিও ইতিমধ্যেই হয়ে গেছে। এর আগে ইংল্যান্ডের আরেক তরুণ তারকা জুড বেলিংহ্যামকে সই করেছিল রিয়াল, যিনি ২০২৪ মরশুমে দুর্দান্ত খেলেছেন এবং ক্লাবকে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও সুপার কাপ জেতাতে বড় ভূমিকা রাখেন।
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের