
শনিবার ২৪ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: গসিপ আর ট্রোলের বন্যায় যখন বাঁচার জায়গা খুঁজছেন বলিপাড়ার বহু অভিনেতা, তখন ইরফান খানের ছেলে বাবিল খান নিজের যন্ত্রণা উগরে দিলেন ক্যামেরার সামনে। আর তাঁর সেই কান্নার মুহূর্তের ভিডিও আজ ভাইরাল।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ভিডিও পোস্ট করে বাবিল খান মুখ খুলেছিলেন কিছু সহ-অভিনেতার প্রসঙ্গে। এরপর অবশ্য অ্যাকাউন্ট-ও ডিলিট করে দেন। তারপরেই নতুন করে সমাজমাধ্যমে ফিরে এসে বাবিল স্পষ্ট করে জানালেন— “ভিডিওটা আসলে ভুল বোঝা হয়েছে। আমি কাউকে আক্রমণ করিনি, বরং সমর্থন জানাতে চেয়েছিলাম।” তাঁর তালিকায় ছিলেন অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, গৌরব আদর্শ, অর্জুন কাপুর, রাঘব জুয়াল আর অরিজিৎ সিং।
বাবিলের এই ভিডিও প্রসঙ্গে অনন্যার জবাব? একদম স্পষ্ট —শুধু ভালোবাসা আর ইতিবাচক শক্তি তোমার জন্য বাবিল, সবসময় তোমার পাশে আছি!
সিদ্ধান্ত চতুর্বেদী শেয়ার করলেন বাবিলের সেই ভিডিও যেখানে বাবিল বলছেন—
“আমাকে ইতিহাস লিখতে হবে, বই নয়!” সেই ভিডিওর জবাবে বাবিল লেখেন— “ভাই, আমি তোমাকে ভালবাসি।”
কিন্তু এখানেই থেমে থাকেননি সিদ্ধান্ত। এক দীর্ঘ পোস্টে বাবিলের পাশে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিলেন— “আমি সাধারণত কোনও গুঞ্জন নিয়ে কাটাছেঁড়া করি না, ঘাঁটাঘাঁটিও না… কিন্তু এবার বলতেই হচ্ছে।” তারপর যোগ করলেন— “আমরা কাজ করে যাচ্ছি আপনাদের বিনোদনের জন্য। অনুগ্রহ করে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে নাটক বানাবেন না।” তাঁর বার্তার মোদ্দা কথা - “যাঁরা অভিনয় দিয়ে আপনাদের জীবনে গল্প এনে দেন, তাঁদের বাস্তব জীবনটাকে একটু নিঃশব্দে চলতে দিন।”
শেষে তিনি একটি ভিডিও শেয়ার করেন যেখানে বাবিল সহ আরও কয়েকজন শিল্পী মিলে গাইছেন গান। যেন এক অদৃশ্য বন্ধনের সুর—সমর্থন, সংহতি আর শিল্পের প্রতি দায়বদ্ধতা।
এই ঘটনার মধ্যে দিয়ে আবারও একবার সামনে চলে এল বলিউডের সেই নরম, খাঁটি কোণটা—যেখানে এখনও কান্না মানে দুর্বলতা নয়, প্রতিবাদ। আর ভালোবাসা মানেই স্রেফ লাইক-কমেন্ট নয়, চুপিচুপি পাশে দাঁড়িয়ে যাওয়া।
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?