
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অচেনা ইডেন। পাঞ্জাব কিংস ম্যাচে স্টেডিয়াম অর্ধেক ভরেছিল। প্রায় ৩০ হাজার ক্রিকেটপ্রেমী ছিল। সমর্থক টানতে পারেননি কেকেআরের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার। রবিবাসরীয় বিকেলে ক্রিকেটের নন্দনকানন আরও ফাঁকা। পরপর দু'ম্যাচে পুরোপুরি অচেনা ইডেন। মে মাসের কাঠফাটা রোদে দুপুরে খোলা স্টেডিয়ামে বসে খেলা দেখা সহজ নয়। তারওপর নাইটদের এই পারফরম্যান্স। অন্যদিকে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। সেই কারণেই হয়তো মাঠ ভরেনি। দুপুর সাড়ে তিনটেয় যখন ম্যাচ শুরু হয়, তখন মেরেকেটে ২৫ থেকে ২৮ হাজার সমর্থক। কিন্তু মিনিট তিরিশের মধ্যে রোদ পড়ে যায়। মেঘাচ্ছন্ন আকাশ। মনোরম পরিবেশ। কিন্তু তাতেও গ্যালারি ভরেনি। এই ইডেন দেখতে যে অভ্যস্ত নয় ক্রিকেটপ্রেমীরা।
অভিষেক ম্যাচ ছাড়া শাহরুখ খানের দেখা মেলেনি। ইডেনে একটি ম্যাচও আসেননি কিং খান। তবে এদিন না থেকেও ছিলেন বলিউডের বাদশা। ইডেনে মাঝেমধ্যেই বাজল রাজু বন গয়া জেন্টলম্যান, বাজিগরের হিট গান। এদিন ছিলেন জুহি চাওলা। মরা ইডেন আলোকিত করলেন গ্যারেথ সাউথগেট। আগের দিন থেকেই শোনা গিয়েছিল ইংল্যান্ডের প্রাক্তন কোচ খেলা দেখতে আসতে পারেন। জয়পুরে রাজস্থানের আগের ম্যাচেও ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ম্যাচেই মুম্বইয়ের কাছে ১০০ রানে হেরে আইপিএল থেকে ছিটকে যায় যশস্বীরা। এদিনও ইডেনে হাজির সাউথগেট। ম্যাচ শুরুর পরপরই ক্রিকেটের নন্দনকাননে প্রবেশ করেন। সি-৭ কর্পোরেট বক্সে বসেন। এই প্রথম আইপিএলের মাঠে দেখা গেল হ্যারি কেনদের প্রাক্তন কোচকে। ছেলের খেলা দেখতে ইডেনে হাজির বৈভব সূর্যবংশীর মা-বাবাও।