
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফর্মে ফিরলেন আন্দ্রে রাসেল। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের ব্যাটিংয়ের সারমর্ম এটাই। প্রথম ইনিংসে ২০ ওভার ব্যাট করে চার উইকেট হারিয়ে ২০৬ রান তুলল কলকাতা।
সুনীল নারিন ছাড়া সকলেই ব্যাটে নেমে রান পেয়েছেন এদিন। আইপিএলের প্লে অফে উঠতে গেলে প্রত্যেক ম্যাচ কলকাতার কাছে ডু অর ডাই। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাহানে।
চাপের ম্যাচে বড় রান তুলে বিপক্ষকে চাপে ফেলে দেওয়াটাই স্ট্র্যাটেজি। তার অর্ধেক সম্পূর্ণ হল বলাই যায়। ওপেনে নারিনের সঙ্গে নেমেছিলেন গুরবাজ। ১১ রানে নারিন ফিরে গেলে গুরবাজের সঙ্গে খেলার হাল ধরেন অধিনায়ক রাহানে।
একদিকে যখন রান তোলার গতি বাড়াচ্ছিলেন গুরবাজ, রাহানের লক্ষ্য ছিল সিঙ্গল খেলে অ্যাঙ্করের ভুমিকা পালন করা। গুরবাজ(৩৫) ফেরার পর রঘুবংশী(৪৪) পার্টনারশিপ গড়েন অধিনায়কের সঙ্গে।
তবে, এদিন কলকাতার সবথেকে সফল স্ট্র্যাটেজি ছিল রাসেলকে অপরের দিকে নামানো। রাহানে(৩০) আউট হওয়ার পরেই রাসেল নামেন।
চলতি আইপিএলে প্রথমবার চেনা ছন্দে দেখা গেল আন্দ্রে রাসেলকে(৫৭)। ঝোড়ো ইনিংস খেলে কলকাতাকে পৌঁছে দিলেন ২০৬ স্কোরে।
রঘুবংশী ফেরার পর শেষের দিকে কাজটা সারেন রিঙ্কু সিং(১৯)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজস্থানের স্কোর দু'উইকেট হারিয়ে ৯। ফিরে গিয়েছেন বৈভব সূর্যবংশী(৪) এবং কুনাল সিং রাঠোর(০)।