
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে রবিবার রাজস্থানের বিরুদ্ধে জিততেই হবে কলকাতাকে। গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচে বাধ সাধতে পারে আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতায় ৮৬% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
যা ম্যাচের গতি ব্যাহত করতে পারে বলে মনে করা হচ্ছে। হাইভোল্টেজ ম্যাচের টিকিট প্রায় বিক্রি হয়েই গিয়েছে। কিন্তু বৃষ্টি হলে সেক্ষেত্রে কত ওভার খেলা হবে বা আদৌ বল গড়াবে কিনা তা চিন্তায় রাখবে কেকেআরকে। কারণ, এই ম্যাচ থেকে দু’পয়েন্ট অত্যন্ত জরুরি কলকাতার জন্য। ইতিমধ্যেই শহরে আংশিক মেঘলা আবহাওয়া দেখা গেছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে ইডেনের ড্রেনেজ সিস্টেম অত্যন্ত উন্নতমানের। বৃষ্টি থেমে গেলে আধঘণ্টার মধ্যে শুরু করা যাবে খেলা। ক্রিকেটপ্রেমীদের আশা, অন্তত সংক্ষিপ্ত ওভারের ম্যাচ হলেও মাঠে দেখা যাবে।
তবে আবহাওয়া যদি পূর্বাভাস অনুযায়ী থাকে, তাহলে ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার জন্য দু’দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বৃষ্টির কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে তা দু'দলকেই ক্ষতিগ্রস্ত করতে পারে।