সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডারকে দলে নিল পাঞ্জাব কিংস, চেনেন এই তরুণ প্রতিভাকে?

Kaushik Roy | ০৪ মে ২০২৫ ১৯ : ১০Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: এমনিতেই ফর্মে ছিলেন না, তার ওপর আঙুল ভেঙে যাওয়ায় আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এই পরিস্থিতিতে আরও এক তরুণ অজি অলরাউন্ডারকে দলে নিল পাঞ্জাব কিংস। ম্যাড ম্যাক্সের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার মিচ ওয়েনকে। ম্যাক্সওয়েলের পরিবর্তেই দলে সুযোগ পেয়েছেন ওয়েন।

পরিসংখ্যান বলছে, তাসমানিয়ার এই ক্রিকেটার ইতিমধ্যেই ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ৬৪৬ রান। যার মধ্যে রয়েছে দুটি শতরান এবং সর্বোচ্চ ১০৮ রানের একটি ইনিংস। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও কার্যকরী এই অলরাউন্ডার। তাঁর ঝুলিতে রয়েছে ১০টি উইকেট।

উল্লেখ্য, এর আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসের সময় পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স জানান, ‘এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক যে, ম্যাক্সওয়েলের আঙুলে চোট লেগেছে। এখনও পর্যন্ত ওর বদলির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’‌ 

দলের এক ক্রিকেটার সেই সময়ই জানিয়েছিলেন ম্যাক্সওয়েলকে চলতি আইপিএলে পাওয়ার সম্ভাবনা আর নেই। চলতি আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না ম্যাক্সওয়েল। ৭ ম্যাচে করেছিলেন মাত্র ৪৮ রান। ব্যাটিং গড় ৮। স্ট্রাইক রেট ৯৭.৯৫। মিডল ওভারেও তাঁর ব্যাটিং কোনও কাজে লাগেনি পাঞ্জাবের। যদিও বল হাতে তুলনামূলক সফল তিনি।

যদিও ৭ ম্যাচে পেয়েছেন মাত্র ৪টি উইকেট। তবে ওভার পিছু দিয়েছেন ৮.৪৬। গড় ২৭.৫৫। এর আগে বাঁ–পায়ে চোট পেয়ে পাঞ্জাব দল থেকে ছিটকে গিয়েছিলেন লকি ফার্গুসন। তাঁর জায়গায় পাঞ্জাব দলে এসেছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

এবার ম্যাক্সওয়েলের বদলিও ঘোষণা করে দিল পাঞ্জাব। পাঞ্জাব কিংসের সঙ্গে মিচ ওয়েনের চুক্তি হয়েছে ৩ কোটি টাকায়। তরুণ এই প্রতিভাবান খেলোয়াড় দলে যোগ দিয়ে ম্যাক্সওয়েলের অভাব পূরণে কতটা সফল হন, এখন সেটাই দেখার বিষয়।


নানান খবর

সোশ্যাল মিডিয়া