রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | চেন্নাই হারলেও নজির জাড্ডুর, হাঁকালেন সবচেয়ে বড় ছক্কা

Sampurna Chakraborty | ০৪ মে ২০২৫ ১৭ : ৫৪Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আগেই আইপিএলের প্লে অফের আশা শেষ হয়ে গিয়েছে। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও হার চেন্নাই সুপার কিংসের। চলতি আইপিএলে কোহলিদের বিরুদ্ধে জোড়া হার। ২১৪ রান তাড়া করতে নেমে প্রায় লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ধোনিরা। কিন্তু রুদ্ধশ্বাস ম্যাচে শেষপর্যন্ত মাত্র ২ রানে হারতে হয়। আয়ুশ মাত্রে এবং রবীন্দ্র জাদেজার ১১৪ রানের পার্টনারশিপ শেষমেষ কাজে লাগেনি। তবে দল হারলেও, আরও একটি নজির গড়ে ফেললেন রবীন্দ্র জাদেজা। চলতি আইপিএলের সবচেয়ে বড় ছক্কা হাঁকালেন। ১৭তম ওভারে লুঙ্গি এনগিডির ফুল টস বল ডিপ স্কোয়ারে ফেলেন। ১০৯ মিটারের বিশাল ছয়। যা চলতি আইপিএলে সবচেয়ে বড়। ছাপিয়ে যান হেনরিচ ক্লাসেনকে। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০৭ মিটারের ছয় মেরেছিলেন বড় চেহারার প্রোটিয়া তারকা। 

২১৪ রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের শেষে ৫ উইকেটের বিনিময়ে ২১১ রানে আটকে যায় চেন্নাই। ওপেন করতে নেমে একটুর জন্য শতরান হাতছাড়া করেন আয়ুশ মাত্রে। ৪৮ বলে ৯৪ রান করেন। ইনিংসে ছিল ৫টি ছয়, ৯টি চার। রবীন্দ্র জাদেজার সঙ্গে ১১৪ রানের পার্টনারশিপ গড়েন। ৪৫ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন চেন্নাইয়ের অলরাউন্ডার। তিন উইকেট নেন লুঙ্গি এনগিডি। প্রথমে ব্যাট করে ২১৩ রান তোলে বেঙ্গালুরু। অর্ধশতরান করেন জেকব বেথেল, বিরাট কোহলি এবং রোমারিও শেফার্ড। আরসিবির হয়ে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ক্যারিবিয়ান তারকার। 




নানান খবর

সোশ্যাল মিডিয়া