
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। প্রচুর তরুণ পেসারের আদর্শ। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে একনম্বরে বুমরা। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে হারানোর পর তুষার দেশপাণ্ডের সঙ্গে কথা বলতে দেখা যায় তারকা পেসারকে। চলতি আইপিএলে একেবারেই ছন্দের ধারেকাছে নেই চেন্নাইয়ের প্রাক্তন বোলার। আগের দুই আইপিএলে মোট ৩৮ উইকেট নেন তুষার। কিন্তু রাজস্থানে ব্যর্থ। আট ম্যাচে সংগ্রহ মাত্র ছয় উইকেট। ম্যাচ শেষে তরুণ পেসারকে কিছু পরামর্শ দেন বুমরা। সেখানে উপস্থিত ছিলেন ধ্রুব জুরেলও।
বুমরা বলেন, 'আগ্রাসী মনোভাব রাখতে হবে। তারমানে এই নয় যে প্রত্যেক বলে তুমি উইকেট পাবে। তবে ভাল বল করে আউট করার মনোভাব রাখতে হবে। চলো একটা ছয় মারো, কত আর মারবে? তুমি মারো, ঠিক আছে, তবে আমি আরও জোরে মারবো। এই মনোভাব দরকার।' রাজস্থান রয়্যালসের পোস্ট করা ভিডিওতে এমনই বলতে শোনা যায় বুমরাকে। চোট থেকে ফিরে দারুণ ছন্দে আছেন। তারকা পেসার দলে ফেরার পর ভাগ্য ঘুরে গিয়েছে মুম্বইয়ের। শুরুটা ভাল না হলেও টানা ছয় ম্যাচ জিতে প্লে অফের দোরগোড়ায়। সাত ম্যাচে ১১ উইকেট নেন বুমরা। তাঁর অনুপস্থিতিতে পাঁচের মধ্যে চার ম্যাচ হারে মুম্বই। কিন্তু বুমরা ফেরার পর টানা হাফ ডজন জয় মুম্বইয়ের।