
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে প্লে অফের আশা জিইয়ে রেখেছে গুজরাট টাইটান্স। শুভমন গিল এবং জস বাটলারের ব্যাটে ভর করে ৬ উইকেটের বিনিময়ে ২২৪ রান তোলে গুজরাট। ৪৮ রান করেন সাই সুদর্শন। টি-২০ ক্রিকেটে দ্রুততম ২০০০ রানে পৌঁছে ভেঙে দেন শচীন তেন্ডুলকরের রেকর্ড। ২২৫ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেন অভিষেক শর্মা। ৭৪ রান করেন। কিন্তু ১৮৬ রানের মধ্যে হায়দরাবাদকে আটকে রাখে গুজরাট। কিন্তু এই জয়ের মূলে কে জানেন? আশিস নেহরা। ডাগআউট থেকে ক্রমাগত হাত পা নেড়ে পরামর্শ দিতে থাকেন গুজরাটের হেড কোচ।
বোলারদের উদ্দেশে নানারকমের আকার-ইঙ্গিত করতে দেখা যায় নেহরাকে। বিশেষ করে মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে লক্ষ্য করে। যা ধরা পড়ে ক্যামেরায়। পরবর্তীতে যা ভাইরাল হয়ে যায়। ঠিক কী বলার চেষ্টা করছিলেন নেহরা? ব্যাটারদের বুক লক্ষ্য করে বাউন্সার দেওয়ার পরামর্শ দেন। কোচের পরামর্শে জোড়া উইকেট নেন দু'জন। জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু'নম্বরে পৌঁছে যায় গুজরাট। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পয়েন্ট সমান হলেও নেট রানরেটে পিছিয়ে। পরের ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে। অন্যদিকে ১০ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতে প্লে অফের লড়াই থেকে কার্যত ছিটকে গেল সানরাইজার্স।