রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | মুম্বই ইন্ডিয়ান্স নয়, চ্যাম্পিয়ন হিসেবে এই দলকে বেছে নিলেন সানি

Sampurna Chakraborty | ০৩ মে ২০২৫ ২২ : ২৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌‌কে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন সুনীল গাভাসকর। শনিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি বিরাট কোহলিরা। ১০ ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছে বেঙ্গালুরু। এখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হয়নি আরসিবি। কিন্তু চলতি আইপিএলে সমস্ত বিভাগে ভাল খেলছে কোহলিরা। সম্প্রতি বেঙ্গালুরুকে ফেভারিট হিসেবে বেছে নিলেন সুনীল গাভাসকর। তিনি মনে করেন, আরসিবিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে মুম্বই। কিন্তু ফেভারিট কোহলিরা। 

গাভাসকর বলেন, 'আমার ফেভারিট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওরা ব্যাটের পাশাপাশি ভাল ফিল্ডিংও করছে। মুম্বই ইন্ডিয়ান্সও খুব দূরে নেই। তবে ওরা সবে উঠতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হল, ওরা এটা ধরে রাখতে পারবে কিনা। পরের তিনটে ম্যাচ সেরা দলগুলোর বিরুদ্ধে। মোমেন্টাম ধরে রাখাই আসল বিষয়। তবে অবশ্যই খেতাব জয়ের জন্য ফেভারিট আরসিবি।' শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেই প্লে অফ নিশ্চিত করে ফেলবে বেঙ্গালুরু। তবে এই ম্যাচের অন্তরালে লুকিয়ে আছে বিরাট কোহলি এবং এমএস ধোনির দ্বৈরথ। হয়তো আইপিএলে শেষবার। পরের আইপিএলে ধোনির না খেলারই সম্ভাবনা বেশি। তাই এদিন ম্যাচের রেজাল্টের থেকেও বেশি নজর থাকবে কোহলি-ধোনি লড়াইয়ের দিকে। ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করতে চাইবে বেঙ্গালুরু। 


Sunil GavaskarRoyal Challengers BengaluruIPL 2025

নানান খবর

সোশ্যাল মিডিয়া