সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | রাজস্থানের বিদায়ের পর সূর্যবংশীকে আক্রমণ, নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

Sampurna Chakraborty | ০২ মে ২০২৫ ০২ : ০৩Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। এবার ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টকে একহাত নিলেন অভিনব মুকুন্দ। প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার জন্য তাঁদের নিলামের স্ট্র্যাটেজিকেই দায়ী করেন। ব্যাটারদের পেছনে অত্যধিক টাকা খরচ করা নিয়ে প্রশ্ন তোলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার। মেগা নিলামে ১৪ বছরের বৈভব সূর্যবংশীর জন্য এত অর্থ খরচ নিয়েও সমালোচনা করেন। তাঁর দাবি, বোলিং কম্বিনেশনের দিকে নজর দেয়নি রাজস্থান। যার খেসারত দিতে হল। অভিনব মুকুন্দ বলেন, 'রাজস্থানে শুধু একজন ভাল বোলার আছে। আর্চারের পেছনে বেশিরভাগ টাকা খরচ করেছে। দুর্ভাগ্যবশত ভারতীয় বোলাররা ভাল খেলতে পারেনি। তুষার দেশপাণ্ডেকে অনেক টাকা দিয়ে নেওয়া হয়। এছাড়াও আরও দু'জন ভারতীয় ব্যাটার নীতিশ রানা এবং বৈভব সূর্যবংশীর পেছনে প্রচুর অর্থ খরচ করেছে। কখনও সূর্যবংশীকে ১.১ কোটি এবং নীতিশ রানাকে ৩ কোটি দিয়ে কেনা উচিত হয়নি। আমি হলে সেই টাকায় কয়েকজন ভাল বোলার নিতাম। আগের বছরের বোলারদের দেখুন। আবেশ খান, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মারা ছিল।'

মুকুন্দের মতে, বোলিং রাজস্থানের প্রধান দুর্বলতা। সেই জন্যই ডুবতে হয়েছে। বৃহস্পতিবার মুম্বইয়ের কাছে ১০০ রানে হারে রাজস্থান। টানা ছয় ম্যাচ জিতে টেবিল শীর্ষে হার্দিক পাণ্ডিয়া‌র দল। নীতিশ রানা, রিয়ান পরাগ, শিমরন হেটমেয়র, শুভম দুবে, ধ্রুব জুরেল ডাহা ব্যর্থ। নয় ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ৭৬ রান ছিল রাজস্থানের। সর্বোচ্চ রান জোফ্রা আর্চারের। ২৭ বলে ৩০ করেন। আইপিএলের শুরুটা ভাল করলেও, তিন ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেল রাজস্থান। 


Vaibhav SuryavanshiRajasthan RoyalsIPL 2025

নানান খবর

সোশ্যাল মিডিয়া