
শনিবার ২৪ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: ‘শত্রু’, ‘মৌচাক’-এর মতো কমার্শিয়াল ছবি করার পাশাপাশি ‘ইন্টারভিউ’, ‘শাখাপ্রশাখা’র মতো অন্য ধারার ছবিও চুটিয়ে করেছেন তিনি। অঞ্জন চৌধুরীর পাশাপাশি কাজ করেছেন মৃণাল সেন, সত্যজিৎ রায়ের ছবিতেও! তিনি, রঞ্জিত মল্লিক। সত্যজিতের পরিচালনায় 'শাখা প্রশাখা' ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিককে। কীভাবে সেই ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন ‘শত্রু’র নায়ক? কেমন ছিল সেই ছবিতে কাজ করার অভিজ্ঞতা? সত্যজিৎ কি শুটিংয়ের সময় তাঁর অভিনেতাদের বকাঝকা করতেন? আড্ডার মেজাজে তাঁর ‘মানিকদা’-কে নিয়ে স্মৃতির দীঘিতে ডুব দিলেন রঞ্জিত মল্লিক।
“ ‘শাখাপ্রশাখা’ ছবিতে গভীর সমাজ সচেতনতা যেমন আছে, জীবনকে নানা দৃষ্টিকোণ থেকে দেখার অবকাশও রয়েছে এই ছবিতে। আবার শহুরে উচ্চবিত্ত সমাজের এক অন্তর্লীন সংকট তুলে ধরেছিলেন মানিকদা। হোয়াট আ জিনিয়াস হি ওয়াজ! ওঁর মতো জিনিয়াস শতাব্দীতে একজন আসে কি না সন্দেহ। বিশ্বাস করুন, আমার অভিনেতা জীবনের অন্যতম সেরা সম্পদ, পুরস্কার ওঁর পরিচালনায় অভিনয় করার সুযোগ পাওয়া। দেখুন, মানিকদা-কে নিয়ে কিছু বলার মতো আমার মতো ক্ষুদ্র অভিনেতার শোভা পায় না। তবু বলব, প্রতিটি শটে ওঁর কি ডিটেলিং, কী ঝকঝকে এক্সিকিউশন- আজও ভাবলে অবাক হয়ে যাই।”
কীভাবে সুযোগ পেয়েছিলেন শাখা প্রশাখা ছবিতে? তড়িঘড়ি জবাব এল - " সেটা আটের দশকের একদম শেষের দিকে। আমি বোম্বে গিয়েছিলাম দাদার কাছে। আমার স্ত্রী ফোন করে জানালেন, সত্যজিৎ রায় নিজে ফোন করেছিলেন। আমাকে যোগাযোগ করতে বলেছেন। বাড়ি ফিরেই ছুটেছিলাম বিশপ লেফ্রয় রোডের রায় বাড়িতে। মানিকদা আমাকে জানালেন, 'শাখাপ্রশাখা' ছবির কথা। বললেন , ‘তোমাকে নিয়ে এরকম একটি প্রতিবাদী চরিত্র ভাবছি, করবে কি না?’ আমি তখন মনে মনে বলছি, ‘করব মানে? আলবৎ করব!’ এরপর একটা আউটলাইন দিয়েছিলেন প্রথমে। সেদিনই দারুণ লেগেছিল।"
"...তারপর একদিন ওঁর বাড়িতে স্ক্রিপ্ট রাইডিং সেশনে ডাকলেন এই ছবির সব অভিনেতা-অভিনেত্রীদের। গেলাম। উনি পড়লেন সবটা, বুঝিয়ে দিলেন থেমে থেমে, যখন যেটুকু প্রয়োজন। মুগ্ধ হয়ে গিয়েছিলাম ওঁর বাচনভঙ্গি এবং সর্বোপরি আমার জন্য যে চরিত্রটি যেভাবে লিখেছিলেন মানিকদা। একটা মজার কথা বলি, আমার অভিনীত বেশিরভাগ চরিত্রই প্রতিবাদী। ‘ইন্টারভিউ’ দিয়ে শুরু করেছিলাম, সেখানেও প্রতিবাদী আর সত্যজিতের ছবিতেও প্রতিবাদী!” বলতে বলতে জোরে হেসে ওঠেন তিনি।
শুটিংয়ের সময় মাথাগরম করতেন সত্যজিৎ? অল্পসল্প বকা দিতেন অভিনেতাদের? মুহূর্তের মধ্যে জবাব এল – “কী বলছেন! একদম না। খুব অর্গানাইজড ছিলেন মানিকদা। উৎসাহ দিতেন শিল্পীদের। 'এক্সিলেন্ট', 'গুড' এসব বলতেন। আলাদা করে প্রশংসা করতেন না। তবে ওটুকু শুনলেই বোঝা যেত উৎরে গিয়েছি। সেটাই বা কম কী! আফটার অল, সত্যজিৎ বলছেন 'ভাল'। আর কী চাই মশাই! অভিনেতাদের ভীষণ স্বাধীনতা দিতেন। খুব বাস্তব সংলাপ ছিল। আমাকে নির্দেশ দিয়েছিলেন, 'এমনিতে যেমন করে বাড়িতে কথা বল, সেরকমভাবেই বল।' চরিত্রটা একটু বুঝিয়ে দিয়েছিলেন। ব্যস!”
কথাশেষে বর্ষীয়ান তারকার সংযোজন, “ আরও একটা মজার কথা বলি ভাই আপনাকে। 'শাখাপ্রশাখা' মুক্তি পেয়েছিল ১৯৯০-এ। তখন আমি চুটিয়ে বাণিজ্যিক ছবিতে কাজ করছি। সঙ্গে রয়েছে অ্যাকশন ছবি-ও। ‘শত্রু’ ছবির পর থেকে আমার লুক মানে গোঁফ মাস্ট! সব ছবিতেই। একমাত্র মানিকদার 'শাখাপ্রশাখা' ছবিতেই আমার গোঁফ ছিল না। মানিকদা-ই তা যোগ করতে বারণ করেছিলেন। আসলে আমার এমনিতেই বরাবর ক্লিন শেভন লুক। ওঁর সেটাই পছন্দ হয়েছিল। ও হ্যাঁ, আর নো মেকআপ। এক বিন্দু মেকআপ করিনি 'শাখাপ্রশাখা'-তে....”
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?