সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

AD | ০২ মে ২০২৫ ০০ : ০৭Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: ইলিশ মাছের সঙ্গে এবার ফরাক্কা ব্যারেজে গঙ্গা নদীর 'আপস্ট্রিম'-এ গলদা চিংড়ি মাছের সংখ্যা বাড়ানোর জন্য উদ্যোগ নিল কেন্দ্র সরকারের মৎস্য গবেষণা কেন্দ্র আইসিএআর-সিফরি ( ICAR- CIFRI)। 

কেন্দ্রের 'নমামি গঙ্গে' প্রকল্পের অংশ হিসেবে গঙ্গা নদীর 'বায়ো ডাইভার্সিটি' বাড়ানোর লক্ষ্য নিয়ে শুক্রবার ফরাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকায় গঙ্গা নদীতে প্রায় আড়াই লক্ষ গলদা চিংড়ির চারাপোনা ছাড়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর ডঃ বসন্তকুমার দাস, বিজ্ঞানী শ্রীমতি নিরুপদা চানু এবং নমামী গঙ্গে প্রকল্প ও সিফরি-র গবেষণারত একাধিক বৈজ্ঞানিক এবং আধিকারিক।
 
এই প্রকল্পের সঙ্গে জড়িত আধিকারিকরা জানান, ইলিশ মাছের মতো গলদা চিংড়ির পরিযায়ী স্বভাব রয়েছে। ফরাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকার এবং গঙ্গা নদীর আপস্ট্রিমে ইলিশ মাছের সংখ্যা বাড়ানোর জন্য ইতিমধ্যেই এই প্রকল্পের অংশ হিসেবে এর আগে এক লক্ষ ইলিশ মাছের চারা ছাড়া হয়েছে।

জাতীয় রেঞ্চিং কর্মসূচির ডিরেক্টর ডঃ বসন্তকুমার দাস বলেন,' ইলিশের মতো গলদা চিংড়িও পরিযায়ী মাছ। তবে গঙ্গার আপস্ট্রিমে এই মাছ খুব একটা দেখা যায় না। পশ্চিমবঙ্গের বাজারে এই বড় আকারের গলদা চিংড়ি ৬০০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়।'
 
তিনি জানান, 'গঙ্গা নদীর আপস্ট্রিমে গলদা চিংড়ির সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে এদিন প্রায় আড়াই লক্ষ বড় আকারের গলদা চিংড়ির চারাপোনা নদীতে ছাড়া হয়েছে। এই মাছ আকারে একটু বড় হলে মৎস্যজীবীরা তা ধরতে পারবেন এবং বাজারে বিক্রি করে তাদের ভাল মুনাফা হবে। এই মাছ গঙ্গা নদীতে 'ব্রিডিং' করছে কি না তা 'রিটার্ন মাইগ্রেশন'-এর সময় আমরা বুঝতে পারব। তবে তার জন্য তিন-চার মাস সময় লাগবে। সেই সময় মৎস্যজীবীরা যে গলদা চিংড়ি ধরবেন তাঁদের থেকে তথ্য নিয়ে এই বিষয়ে বিস্তারিত সমীক্ষা করা হবে।'
 
দপ্তরের আধিকারিকেরা বলেন, অল্প সময়ে গঙ্গা নদী থেকে বেশি মাছ ধরতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে অনেক সময় মৎস্যজীবীরা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে জলের ভারসাম্য নষ্ট এবং জলজ প্রাণীদের ক্ষতি করছেন। এর ফলে ফরাক্কা এবং সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের জালে দিন দিন মাছের সংখ্যা কমে যাচ্ছে।

গঙ্গা নদীর 'বায়ো ডাইভার্সিটি' রক্ষা করার সঙ্গে সঙ্গে সাধারণ বাঙালির পাতে ইলিশ এবং গলদা চিংড়ির কোনও অভাব না হয় সেই লক্ষ্যেই হ্যাচারির মাধ্যমে 'ব্রিডিং' করার পর গলদা চিংড়ির চারাপোনা আজ নদীতে ছাড়া হল।


PrawnGangesHilsaNamami Gange

নানান খবর

নানান খবর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সোশ্যাল মিডিয়া