
রবিবার ২৫ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে, অজয় দেবগণ নাকি প্রথম তারকা যিনি ব্যক্তিগত জেট কিনেছিলেন! খবরটি কি পুরোটাই জল্পনার ফসল না কি এর মধ্যে লুকিয়ে রয়েছে কোনও সত্যির বীজ? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ ‘রেইড ২’ ছবির নায়ক।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে নিজের জীবন সম্পর্কিত বিভিন্ন গুঞ্জন নিয়ে আলোচনা করেন অজয়। এই শো-এ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বলিউডে কি তিনি প্রথম অভিনেতা, যিনি ব্যক্তিগত জেট কিনেছিলেন? জবাবে অজয় হাসতে হাসতে বলেন, “না, একেবারেই নয়। আমি জেট কিনতে চেয়েছিলাম এবং একটি চুক্তি করেছিলাম। কিন্তু সেটা হয়ে ওঠেনি। তাই এটা একেবারেই সত্যি নয়।” এরপর প্রশ্ন আসে, ‘কবীর সিং’ ছবির প্রস্তাব নাকি প্রথমে তাঁর কাছেই এসেছিল। অজয় তৎক্ষণাৎ বলেন, “না। এটা স্রেফ গুঞ্জন!”
আরেকটি গুঞ্জন ছিল যে, অজয় খুব কম ইন্টারভিউ দেন। এ প্রসঙ্গে অজয় বলেন, “এটা গুঞ্জন নয়। কারণ আমি একজন অন্তর্মুখী ব্যক্তি। আমি বিশ্বাস করি, আমার কাজই আমার হয়ে কথা বলবে। বেশি কথা বলার দরকার নেই। আমি সবসময়ই এমন ছিলাম। শুরুতে মানুষ বলেছিল আমি ভুল পেশায় আছি। এটি আমার জন্য এক্সট্রাভার্সট হতে হবে এবং নিজের কাজ নিয়ে কথা বলতে হবে। কিন্তু আমি মনে করতাম যে আমি আমার কাজ আমার মতো করব... বাকি, এটা ঈশ্বরের হাতে। এখন আমি মনে করি, যা করেছি ঠিকই করেছি।”
‘রেইড ২’ একটি ক্রাইম থ্রিলার। পরিচালনা করেছেন রাজ কুমার গুপ্তা এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, কুমার মঙ্গত পাঠক ও অভিষেক পাঠক। ছবিটি ২০১৮ সালের হিট ছবি ‘রেইড’-এর সিক্যুয়েল, যেখানে অজয় দেবগণ আবারও আইআরএস অফিসার অময় পট্টনায়ক চরিত্রে অভিনয় করছেন। ছবির মূল খলচরিত্রে রয়েছেন রীতেশ দেশমুখ, এবং অজয়ের স্ত্রীর ভূমিকায় ইলিয়ানা ডি'ক্রুজের পরিবর্তে বাণী কাপুর অভিনয় করেছেন। ছবিটি ১মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! অর্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!