
রবিবার ২৫ মে ২০২৫
সংবাদসংস্থা মুম্বই: কেরিয়ারের শুরুতে চূড়ান্ত সফল হওয়ার পরেও এক সময় প্রচারের আলো থেকে দূরে সরে যান বলি অভিনেত্রী আমিশা পাটেল। বলিউড তারকারা অনেক সময়ই প্রথাগত পড়াশোনা ছেড়ে অভিনয় জগতে পা রাখেন। তিনি আমিশার ক্ষেত্রে তা হয়নি। পড়াশোনা শেষ করে। তবে বিনোদন জগতে প্রবেশ করেন তিনি।
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে আমিশা পাটেলের একটি সাক্ষাৎকারের ভিডিও। যে ভিডিওতে স্পষ্ট সলমনের প্রতি ভালবাসা উজাড় করেছেন আমিশা। তাঁর কথায়, সলমন এরকমই থাকুক। বিয়ে করতে হবে না। এটাতেই সলমনকে বেশ ভাল লাগে। আমিশার এই কথার সূত্র ধরেই 'ভাইজান'-এর অনুরাগীরা চাইছেন দুই 'সিঙ্গল' তারকা যদি এক হন, তাহলে দু'জনেই প্রেম খুঁজে পাবেন।
কিন্তু এই জল্পনাকে একেবারে সরিয়ে বিয়ে প্রসঙ্গে নিজেই মুখ খোলেন আমিশা। ৪৯ বছর বয়সেও কেন তিনি বিয়ের পিঁড়িতে বসেননি, তা নিয়ে খোলসা করলেন অভিনেত্রী। তিনি জানান, কেরিয়ারের মধ্যগগনে হৃতিকের বিয়ে দেখেছেন। আবার সেই বিয়ে ভাঙতেও দেখেছেন। সঞ্জয় দত্তর বিচ্ছিন্ন প্রেম জীবন থেকে সুন্দর দাম্পত্যের সাক্ষী হয়েছেন। তাই বিবাহিত জীবনের এত ওঠা-পড়ার মাঝে নিজেকে জড়ানোর সাহস পাননি আমিশা। তাই আজও 'সিঙ্গল' তকমা বয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, অনেক বছর অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও 'গদর ২'-এর মাধ্যমে ফেরেন তিনি। বয়স কিছুদিন আগে নেটপাড়ায় ছড়িয়েছিল এবার নাকি মা হবেন আমিশা! সেই হময় প্রকাশ্যে আসে সবুজ মনোকিনি পরে অভিনেত্রীর একটি ছবি। যেখানে স্পষ্ট হয় তাঁর স্ফীতোদর। এই ছবি দেখেই কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মনে। নানা প্রশ্ন উঠে এলেও মুখ খোলেননি আমিশা।
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! অর্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!