সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক, খাদ্যে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ প্রায় ২৫ জন কিশোর

AD | ০২ মে ২০২৫ ১৮ : ২৭Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে খাবারে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ল প্রায় ২৫ জন কিশোর। তাদের মধ্যে নয় জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বড়ঞা থানার অন্তর্গত দেবগ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই মাধ্যমিক পরীক্ষার্থীরা পিকনিক করেন। এরপর ভোররাত থেকেই তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ছাত্রদেরকে প্রথমে গ্রামেই ডাক্তার দেখানো হলেও সেই চিকিৎসায় তাদের অবস্থার উন্নতি হয়নি। এরপর ভোর ৫টা নাগাদ নয় জন ছাত্রকে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। 

মিঠুন ঘোষ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, 'গত দু'দিন ধরে আমাদের গ্রামে এবং আশেপাশে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়া ঠান্ডা হয়ে রয়েছে। এর পাশাপাশি শুক্রবার সকালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে এই খুশিতে গ্রামের কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী নিজেরাই ছোট করে একটি পিকনিকের আয়োজন করেছিল।'
 
নিতাই পাল নামে অসুস্থ এক ছাত্রের বাবা বলেন, 'বৃহস্পতিবার রাতে আমার ছেলে আরও কয়েকজন বন্ধুর সঙ্গে ডালপুরি আর তরকারি দিয়ে পিকনিকের আয়োজন করেছিল। সেই খাবার খেয়ে রাত ১টার পর থেকে তারা সকলে অসুস্থ হয়ে পড়ে।'

তিনি বলেন, 'অসুস্থ ছাত্ররা প্রথমে বমি-পায়খানা করতে শুরু করে। পরে তাদের মুখ দিয়ে লালা পড়ছিল। ভোরবেলার পর থেকে তাদের সকলের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। প্রথমে সকলকে গ্রামেই ডাক্তার দেখানো হয় এবং সেখানে তাদেরকে ইঞ্জেকশনও দেওয়া হয়। কিন্তু গ্রামে চিকিৎসায় তাদের অবস্থার কোনও উন্নতি হয়নি। এরপর চিকিৎসকের পরামর্শে আমরা নয় জন ছাত্রকে কান্দি মহকুমা হাসপাতালে এনে ভর্তি করিয়েছি।'

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই খাবার খেয়ে গ্রামে মোট প্রায় ২৫ জন ছাত্র অসুস্থ হয়ে পড়লেও বাকি ১৬ জনের অবস্থা গুরুতর না হওয়ায় বাকিদেরকে বাড়িতে রেখে চিকিৎসা চলছে।  

কান্দি মহকুমা হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে তাদের অনুমান খাদ্যে বিষক্রিয়ার জন্য একসঙ্গে এতজন ছাত্র একই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।


Food PoisoningMadhyamik Result 2025Kandi

নানান খবর

নানান খবর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সোশ্যাল মিডিয়া