
রবিবার ০৪ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: পাঁচ বছর পেরিয়ে গেল তাঁর মৃত্যুর কিন্তু ইরফান খানের অভাব যেন দিন দিন আরও তীব্র হয়ে উঠছে বলিউডে। বাবিল খান-প্রয়াত অভিনেতা ইরফান খানের বড় ছেলে তাঁর বাবার মৃত্যুবার্ষিকীতে এদিন (২৯ এপ্রিল) এক আবেগময় পোস্টে মন খুলে লিখলেন তাঁর অন্তরের যন্ত্রণার কথা। পুরনো একটি ছবির সঙ্গে বাবাকে উদ্দেশ করে বাবিলের লেখা কবিতা পড়ে আবেগেতাড়িত নেটিজেনরা।
পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট বাবিল বাবার কাঁধে মাথা রেখে রোদচশমা পরে দুষ্টুমিতে মেতে উঠেছে। তার সঙ্গে ক্যাপশনে বাবিল লিখেছেন — “তোমার সঙ্গে, তোমায় ছাড়া। জীবন চলে... আমার সঙ্গে, আমাকে ছাড়া। তাড়াতাড়ি আসছি তোমার কাছে। তোমার সঙ্গে, তোমায় ছাড়া নয়। আমরা একসঙ্গে ছুটব, উড়ব, গোলাপি ঝর্ণার জল খাব। তোমায় জড়িয়ে ধরব শক্ত করে, কাঁদব—তারপর হেসে ফেলব, ঠিক আগের মতোই। আমি তোমায় ভীষণ মিস করি।”
২০২০ সালের ২৯ এপ্রিল, নিউরোএন্ডোক্রাইন টিউমারের মতো বিরল রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’।
শুধু বাবিল নন, ইরফানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ও 'পিকু'র পরিচালক সুজিত সরকার-ও লিখেছেন তাঁর বন্ধুর উদ্দেশ্যে এক আবেগঘন শ্রদ্ধাবার্তা - “বন্ধু, তুমি যেখানেই থাকো, জানি ভাল আছো। সেখানেও নিশ্চয়ই অনেকে তোমার মোহে পড়ে গেছে, যেমন আমরা পড়েছিলাম। আমি ঠিক আছি। কিন্তু তুমি জানো না ইরফান—তোমায় এদেশ কতটা ভালবাসে, কতটা মিস করে। অবাক হতে!”
সুজিত আরও জানান, তিনি এখন বাবিলের অভিভাবকের ভূমিকা পালন করছেন, ফুটবল খেলেন একসঙ্গে - “ইরফান, তোমায় জানাতে চাই বাবিল আর আয়ান ভাল আছে। আমি আর বাবিল ফুটবল খেলি, ওর একটু অভিভাবক হয়ে উঠেছি। চিন্তা কোরো না, ওর খেয়াল রাখছি। আমি আর রনি সদ্য বাবিলকে নিয়ে একটা সিনেমার কাজ শেষ করেছি। ধীরে ধীরে ও নিজেকে প্রতিষ্ঠা করছে, যেমনটা তুমি স্বপ্ন দেখেছিলে।”
সম্প্রতি বাবিলকে দেখা গিয়েছে জি ৫-এর ‘লগআউট’ ছবিতে এবং প্রশংসার ঝড় উঠেছে তাঁর অভিনয় দক্ষতা ঘিরে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা