মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | রেকর্ড, চড়চড়িয়ে বাড়ল আরবিআই-এর মজুত সোনার মূল্য

RD | ২০ এপ্রিল ২০২৫ ২১ : ২১Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: ১১ এপ্রিল শেষ হওয়া সপ্তাহের হিসাব অনুসারে গত এক বছরে রিজার্ভ ব্যাঙ্কে সোনার মূল্য তিনগুণ বেড়েছে। শুক্রবার আরবিআই-এর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গত এক সপ্তাহে আরবিআইয়ের সোনার মজুতের মূল্য ১১,৯৮৬ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে আরবিআই-য়ে সোনা মজুতের মোট মূল্য ৬,৮৮,৪৯৬ কোটি টাকা হয়েছে। 

আরবিআই-তে কেন বাড়ল সোনা মজুত? জানা গিয়েছে, বিশ্বব্যাপী সোনার দাম লাফিয়ে বৃদ্ধির সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের মজুত থাকা সোনার মূল্যও বেড়েছে লাফিয়ে। সাম্প্রতিককালে ব্যাঙ্কগুলি সোনা ক্রয় বৃদ্ধি করার ফলেই এই প্রতিফলন। যে সময় ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনা ক্রয় বাড়িয়ে দিচ্ছে, তখনই আরবিআই-এর এই তথ্য সামনে এল। অস্থির সময়ে সোনাকে ব্যাপকভাবে একটি নিরাপদ লগ্নি হিসাবে দেখা হয়। সেই কারণে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে তাদের সোনার মজুত বাড়াতে বাধ্য হয়।

এই তীব্র বৃদ্ধি গত বছরের একটি বিস্তৃত প্রবণতারও প্রতিফলন। এই সময়ের মধ্যে আরবিআই-এর সোনার মজুতের মূল্য প্রায় তিনগুণ বেড়েছে, যা কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনা কেনার উল্লেখযোগ্য বৃদ্ধিকে নির্দেশ করে।

আরবিআইয়ের ক্রমবর্ধমান সোনার রিজার্ভ, সামগ্রিক বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্রমাগত বৃদ্ধির সঙ্গে মিলিত হয়ে, বহিরাগত ধাক্কা মোকাবেলায় আরও স্থিতিশীল অবস্থানের ইঙ্গিত দেয়।

ইতিমধ্যেই ৯৫ হাজার টাকা পেরিয়ে গিয়েছে সোনার দাম। শনিবার সোনার দামে কোনও বদল হয়নি। বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই ১ লাখ টাকা হয়ে যেতে পারে ১০ গ্রাম সোনার দাম। 


GoldRBIRBI Gold Reserves JumpGold News

নানান খবর

সোশ্যাল মিডিয়া