রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | মেন্টরের কাজ কী? কেভিন পিটারসেনের প্রশ্নের উত্তরে কেএল রাহুল যা বললেন...

Kaushik Roy | ১৯ এপ্রিল ২০২৫ ১৯ : ০৫Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ছ'টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় তুলে নিয়ে, অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দিল্লি। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—তিন বিভাগেই দাপট দেখিয়ে প্লে-অফে যাওয়ার দৌড়ে অন্যতম ফেভারিট হয়ে উঠেছেন কেএল রাহুলরা।

দলীয় পারফরম্যান্সের ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ড্রেসিংরুমেও। ক্রিকেটার, কোচ এবং ম্যানেজমেন্টের কেমিস্ট্রির প্রশংসা করছেন সকলেই। সম্প্রতি এমনই এক মুহূর্ত ধরা পড়ে একটি ভিডিওতে, যেখানে দিল্লির উইকেটকিপার কেএল রাহুল মজার ছলে খোঁচা দেন দলের মেন্টর কেভিন পিটারসেনকে। 

আগামী ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হওয়ার আগে, দিল্লি দল পৌঁছায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্র্যাকটিস সেশনের জন্য। সেখানে গুজরাট অধিনায়ক শুভমান গিলের সঙ্গে দেখা করেন পিটারসেন। কথোপকথনের মাঝে পিটারসেন মজার ছলেই শুভমানকে জিজ্ঞেস করেন, 'মেন্টরের ভূমিকা ঠিক কী?' 

এই প্রশ্নের উত্তরে পাশে দাঁড়িয়ে থাকা কেএল রাহুল সঙ্গে সঙ্গে বলে ওঠেন, 'মেন্টর হল সেই, যে আইপিএলের মাঝামাঝি সময়ে মালদ্বীপে দুই সপ্তাহের ছুটিতে যায়।' রাহুলের এই মন্তব্য শুনে সকলেই হেসে ওঠেন। এমনকি পিটারসেন নিজেও হাসিতে ফেটে পড়েন।

উল্লেখ্য, ৫ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের পর ব্যক্তিগত কারণে মালদ্বীপে গিয়েছিলেন কেভিন পিটারসেন। ফলে তিনি ১০ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লির ম্যাচে ডাগ আউটে ছিলেন না তিনি।

দলের সাফল্যের মধ্যেই দিল্লি ক্যাম্প হালকা মেজাজে রয়েছে। ফর্মে রয়েছেন ক্রিকেটাররাও। এই ফর্ম ধরে রেখে দিল্লি কতদূর এগোতে পারে সেটাই এখন দেখার। 


Delhi Capitals NewsKevin PetersenKL Rahul News

নানান খবর

সোশ্যাল মিডিয়া