
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শেষ ম্যাচে দিল্লির কাছে সুপার ওভারে হারে রাজস্থান রয়্যালস। ২০২২ আইপিএলের পর প্রথমবার সুপার ওভারে নির্ধারিত হয় ম্যাচের বিজয়ী। হারের পর দুর্বল স্ট্র্যাটেজির জন্য রাজস্থানের সমালোচনা করেন ক্রিকেট পণ্ডিতরা। ম্যাচ চলাকালীন ভিপরাজ নিগমের বলে বুকের পাঁজরে চোট পান সঞ্জু স্যামসন। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ রাজস্থানের। তবে স্যামসন অনিশ্চিত। তাঁর স্ক্যান রেজাল্টের অপেক্ষায় ম্যানেজমেন্ট। তারপরই পরিস্থিতি বোঝা যাবে। এই প্রসঙ্গে রাহুল দ্রাবিড় বলেন, 'সঞ্জুর তলপেটে হালকা ব্যথা রয়েছে। তাই স্ক্যান করা হয়েছে। আমরা রেজাল্টের অপেক্ষায়। তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'
শোনা যাচ্ছে লখনউয়ের বিরুদ্ধে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন সঞ্জু। সেক্ষেত্রে আবার নেতৃত্ব দিতে দেখা যাবে রিয়ান পরাগকে। রাজস্থানের প্রথম তিন ম্যাচে অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি। তবে চোট-আঘাতের অন্তরালে রয়েছে গণ্ডগোলের গন্ধ। শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড়ের সঙ্গে ঝামেলায় জড়ান সঞ্জু স্যামসন। যদিও সেই গুজব উড়িয়ে দেন রাজস্থানের হেড কোচ। দ্রাবিড় বলেন, 'আমি জানি না এই রিপোর্টগুলো কোথা থেকে আসছে। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। ও আমাদের দলের অন্যতম অঙ্গ এবং প্রত্যেক আলোচনার অংশ। হারলে কখনও পারফরম্যান্স নিয়ে সমালোচনা হতেই পারে। কিন্তু সেই ভিত্তিহীন রটনা নিয়ে আমরা কিছু করতে পারি না। দলের স্পিরিট ঠিক জায়গায় আছে।' ঋষভ পন্থদের বিরুদ্ধে প্রত্যাবর্তনের লক্ষ্যে নামবে রয়্যালসরা।