মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | এসআইপি-তে বিনিয়োগে আগ্রহী? জেনে নিন কোন ধরনের বিনিয়োগে আপনার সুবিধা...

RD | ১৩ এপ্রিল ২০২৫ ০১ : ৩৩Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: SIP-তে (সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্ল্যান) বিনিয়োগে আগ্রহী? তাহলে জেনে নেওয়া যাক বিভিন্ন ধরনের SIP সমন্ধে।

সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ SIP বর্তমানে বিনিয়োগের জন্য সেরা বিকল্পগুলির মধ্যে একটি। বেশিরভাগ মানুষ SIP-এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে তাদের অর্থ বিনিয়োগ করেন। দীর্ঘ সময় ধরে SIP-তে নিয়মিত বিনিয়োগ করে আপনি ভালো পরিমাণ তহবিল সংগ্রহ করতে পারেন। 

Regular SIP
রেগুলার SIP-তে, আপনাকে নিয়মিত বিরতিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। নিয়মিত SIP-তে বিনিয়োগ করা পরিমাণ স্থির থাকে।

Flexible SIP
যাদের আয় স্থির নয়, অর্থাৎ আয় ওঠানামা করে, তারা ফ্লেক্সিবেল SIP-এর মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। আপনি আপনার সুবিধা অনুযায়ী নমনীয় SIP-তে বিনিয়োগের পরিমাণ পরিবর্তন করতে পারেন।

Step-up SIP
স্টেপ-আপ এসআইপিতে, আপনাকে সময়ের সহ্গে সঙ্গে বিনিয়োগের পরিমাণ বাড়াতে হবে। সাধারণত স্টেপ-আপ এসআইপিতে, প্রতি বছর বিনিয়োগের পরিমাণ ১০ শতাংশ বৃদ্ধি করতে হয়।

Trigger SIP
যারা বাজারের উত্থান-পতন বুঝতে বিশেষজ্ঞ, তাদের জন্য ট্রিগার এসআইপির মাধ্যমে বিনিয়োগ করা সবচেয়ে ভালো। ট্রিগার এসআইপিতে, বিনিয়োগকারীরা বাজারের উপর নির্ভর করে তাদের বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করতে পারেন।

Insurance with SIP
আপনি একটি এসআইপিতে বিমা কভারও নিতে পারেন। এই ধরনের এসআইপিতে, আপনি বিনিয়োগের সঙ্গে সঙ্গে বিমার সুবিধাও পাবেন।


SIPSystematic Investment PlanPersoal Investment Plan

নানান খবর

সোশ্যাল মিডিয়া