মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | আধার কার্ড নিয়ে আর ঘোরাঘুরির দরকার নেই, স্ক্যানেই হবে সব কাজ, জানুন নয়া আধার অ্যাপের বৈশিষ্ট্য

RD | ১২ এপ্রিল ২০২৫ ০২ : ১০Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টে পরিণত হয়েছে। সরকারি ও বেসরকারি সকল কাজের জন্য এই কার্ড প্রয়োজন। ভারতের প্রায় ৯৫ শতাংশ মানুষের আধার কার্ড আছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই প্রতিটি নাগরিককে ১২ সংখ্যার আধার কার্ড প্রদান করে।

ফিজিক্যাল আধার কার্ড:
এখন পরিচয় প্রমাণের জন্য বা সরকারি প্রকল্পের সুবিধা পেতে আপনাকে আর ফিজিক্যাল আধার কার্ড বহন করতে হবে না বা এর ফটোকপি রাখতে হবে না। সরকার একটি নতুন আধার অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ডিজিটালি তাদের পরিচয় যাচাই করতে পারবেন।

কিউআর কোডের মতো বৈশিষ্ট্য:
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে, নতুন আধার অ্যাপে মুখ শনাক্তকরণ এবং কিউআর কোডের মতো বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইউপিআই পেমেন্টের মতো কিউআর কোড স্ক্যান করে আধার কার্ডের তথ্য শেয়ার করতে পারবেন। নতুন আধার অ্যাপ আসার সঙ্গে সঙ্গে পুরনো কার্ড আপডেট করার প্রয়োজন নেই।

কাস্টমাইজড বিবরণ শেয়ার করার সুবিধা:
এই অ্যাপটিতে আরও একটি বৈশিষ্ট্য রয়েছে। ব্যবহারকারীরা অ্যাপটি থেকে তাদের কাস্টমাইজড বিবরণ শেয়ার করতে পারবেন। এর অর্থ হল আপনি আপনার আধারের কতগুলি বিবরণ (যেমন- শুধুমাত্র আধার নম্বর, ঠিকানা এবং ছবি) শেয়ার করতে চান তা নিয়ন্ত্রণ করতে পারবেন। নতুন আধার অ্যাপটি গুগল প্লে স্টোরে AadhaarFaceRD নামে চালু করা হয়েছে। বর্তমানে এর অ্যাক্সেস সীমিত। ইউআইডিএআই জানিয়েছে যে, ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে অ্যাপটিকে আরও উন্নত করা হবে। এর পরে এই অ্যাপটি সকলের জন্য অ্যাক্সেসযোগ্য হয়ে উঠবে।


Aadhaar AppAadhaar Card

নানান খবর

সোশ্যাল মিডিয়া