
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাসকারী উপজাতির বড় ধরণের ক্ষতির আশঙ্কা মানবাধিকার সংগঠনগুলিকে উদ্বিগ্ন করে তুলেছে। একজন আমেরিকান পর্যটক গোপনে ওই দ্বীপে যাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে হয়েছে। জানা গিয়েছে, তিনি সেখানে একটি কোকাকোলার বোতল রেখে এসেছেন।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পর্যটককে গ্রেপ্তারের পর, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এই উপজাতির জন্য আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোকাকোলা এই উপজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাসকারী সেন্টিলান উপজাতির বাইরের বিশ্বের সঙ্গে কোনও যোগাযোগ নেই। সেন্টিনেলিজ জনগণ বহিরাগত কারও সঙ্গে দেখা করতে পছন্দ করে না। ২০১৮ সালে, একজন আমেরিকান ব্যক্তি সেখানে বেড়াতে যাওয়ার চেষ্টা করেছিলেন, যাঁকে দ্বীপবাসীরা হত্যা করেছিলেন। সম্প্রতি একজন আমেরিকান ইউটিউবার এই দ্বীপে ভ্রমণ করে সবাইকে অবাক করে দিয়েছেন।
আন্দামান কর্তৃপক্ষ মিখাইলো ভিক্টোরোভিচ পলিয়াকভ নামে ওই আমেরিকান নাগরিককে গ্রেপ্তার করেছে। ২৪ বছর বয়সী ভিক্টোরোভিচ সম্প্রতি উত্তর সেন্টিনেল দ্বীপে ঘুরতে গিয়েছিলেন। তিনি সেন্টিনেলিজ উপজাতির মানুষদের নারকেল এবং কোকাকোলা দেওয়ার চেষ্টা করেছিলেন। একটি প্রতিবেদন অনুসারে, ভিক্টোরোভিচ একটি নৌকায় চেপে ওই দ্বীপে পৌঁছেছিলেন। সেখানে পৌঁছে নানা অঙ্গভঙ্গি করে দ্বীপবাসীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। যখন কেউ আসেননি, তখন তিনি দ্বীপে অবতরণ করেন এবং সেখানে নারকেল এবং কোকাকোলা রেখে ফিরে আসেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান পুলিশ সূত্রের উদ্ধৃত করে জানিয়েছে, কোকাকোলার ক্যানটি এখনও উদ্ধার করা হয়নি। শীঘ্রই এটি উদ্ধার হওয়ার সম্ভাবনা কম, কারণ দ্বীপে পুলিশের প্রবেশও নিষিদ্ধ। সেন্টিনেলিজ উপজাতির বাইরের বিশ্বের সঙ্গে কোনও যোগাযোগ নেই, তাই সাধারণ রোগের প্রতিরোধ ক্ষমতাও নেই সেখানকার বাসিন্দাদের। বাইরের লোকেদের সংস্পর্শে আসলে তাঁদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। দ্বীপে বসবাসকারী উপজাতিটি কোনও নতুন ধরণের জীবাণুর সংস্পর্শে আসতে পারে, যা ভয়াবহ মহামারি সৃষ্টি করতে পারে। সেন্টিনেলিজ জনগণের দেহ সোডা জাতীয় পানীয়ের জন্য প্রস্তুত নয় এবং এটি তাঁদের জন্য বিপজ্জনক হতে পারে।
ভিক্টোরোভিচের সেন্টিনেল সফরের সমালোচনা করেছেন সকলে। আদিবাসী অধিকার গোষ্ঠী সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেছেন, "এটা বিশ্বাস করা কঠিন যে কেউ এতটা বেপরোয়া এবং বোকা হতে পারে। এই ব্যক্তি কেবল নিজের জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলেননি, বরং সমগ্র সেন্টিনেলিজ উপজাতির জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলেছেন।"
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও