
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: যাঁরা ভোটার আইডির জন্য আবেদন করার সময় নিজেদের আধারের তথ্য শেয়ার না করার সিদ্ধান্ত নেন, তাদের শীঘ্রই নির্বাচন কমিশনের (ইসি) সামনে তাদের কারণ ব্যাখ্যা করতে হতে পারে। নির্বাচনী ইআরও-এর কাছে সশরীরে হাজির হয়ে নিজেদের সিদ্ধান্তের ন্যায্যতা প্রমাণ করতে হবে। সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলাই এই পদক্ষেপের উদ্দেশ্য।
ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে গিয়ে আধার তথ্য ফাঁস হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি জি নিরঞ্জন। তারই ভিত্তিতে কমিশন নয়া পদক্ষেপের কতা জানিয়েছে। এই নিয়ে শীঘ্রই কোনও স্পষ্ট নির্দেশিকা জারি করা হতে পারে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, সম্প্রতি স্বরাষ্ট্র, আইন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং ভারতের UIDAI (ইউআইডিএআই) এর আধিকারিকদের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রস্তাবটি আলোচনা করা হয়েছে।
ফর্ম ৬বি-তে সংশোধনের মাধ্যমে নতুন নীতিটি ২০২৫ সালের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচনের আগে কার্যকর হতে পারে। নির্বাচন কমিশন আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার পরে, আইন মন্ত্রণাককে পরিবর্তন বাস্তবায়নের জন্য একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করতে হবে।
ভোটার তালিকা প্রমাণীকরণের উদ্দেশ্যে ভোটারদের কাছ থেকে আধার নম্বর সংগ্রহ করার জন্য ফর্ম ৬বি চালু করা হয়েছিল। তবে, বর্তমান ফর্মটিতে কেবল দু'টি বিকল্প রয়েছে - হয় ১২-সংখ্যার আধার নম্বর জমা দেওয়া অথবা ঘোষণা করা যে ভোটারের কাছে আধার নম্বর নেই।
১৮ মার্চ আলোচিত নতুন প্রস্তাবে পরবর্তী বিকল্পটি বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে। পরিবর্তে, তাদের আধারের তথ্য ভাগ করে নিতে অনিচ্ছুক ভোটারদের একটি বিকল্প পরিচয়পত্র জমা দিতে হবে এবং তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য একটি নির্দিষ্ট তারিখে ইআরও-এর সামনে উপস্থিত হতে হবে।
ইআরও, সাধারণত একজন সিভিল সার্ভিস বা রাজস্ব আধিকারিক, ভোটার তালিকা প্রস্তুত, সংশোধন এবং রক্ষণাবেক্ষণ তদারকি করার দায়িত্বপ্রাপ্ত। যদি ফর্ম ৬বি-তে নতুন সংশোধনী কার্যকর করা হয়, তাহলে এই কর্মকর্তারা একজন ভোটারের আধার নম্বর শেয়ার না করার সিদ্ধান্তের পিছনের কারণগুলি যাচাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন