
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: খানিকটা হলেও স্বস্তি দিল বাজার। স্টক মার্কেট বেশ খানিকটা উপরের দিক থেকেই দিন শেষ হল। স্বস্তি ফিরল বিনিয়োগকারীদের।
মাথার উপর ঝুলছে মার্কিন প্রেসিডেন্টের খাঁড়া। তবে এরই মধ্যে খানিকটা স্বস্তি দিল স্টক মার্কেট। এদিন সেনসেক্স বেশ খানিকটা উপরের দিক থেকেই দিন শেষ করল। সেনসেক্স ৫৯২.৯৩ পয়েন্ট উপরের দিকে থাকল। ফলে সেটি বন্ধ হল ৭৬ হাজার ৬১৭.৪৪ পয়েন্টে। অন্যদিকে নিফটি ফিফটিও খানিকটা উপরের দিক থেকেই শেষ হল। সেখানেও যোগ হল ১৬৬.৬৫ পয়েন্ট। নিফটি শেষ হল ২৩ হাজার ৩৩২.৩৫ পয়েন্টে।
ট্রাম্পের ঘোষণার পর খানিকটা চাপে ছিল ভারতের স্টক মার্কেট। তবে সেখান থেকে অনেকটা ঘুরে গেল শেয়ার বাজার। এই ধারা যদি বৃহস্পতিবার সকাল থেকে বজায় থাকে তাহলে সেখানে ফের খানিকটা হাসি ফুটবে বিনিয়োগকারীদের মুখে।
ভারত-মার্কিন সম্পর্ক এখন কোথায় থাকবে সেটার উপর স্টক মার্কেটের ভবিষ্যত নির্ভর করবে। তবে সেদিক থেকে দেখতে হলে বিগত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের মাঝেই বাজার এভাবে ঘুরতে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে সকলের মধ্যে। চলতি বছরে শুরু থেকেই বাজার বেশ খানিকটা নিস্তেজ হয়েই চলছে। সেখান থেকে দেখতে হলে কবে ফের বাজারের হাল ফিরবে তা নিয়ে সকল বিনিয়োগকারীরা অনেকটা চিন্তায় ছিলেন। তবে দীর্ঘসময় পর ফের একবার বাজার খানিকটা ঘুরতে এবার পরবর্তী দিনের কথা ভাবছেন বিনিয়োগকারীরা।
শেয়ার বিশেষজ্ঞরা মনে করছেন যেভাবে এপ্রিল মাসের শুরু থেকেই বাজার উপরের দিকে উঠেছে এর সরাসরি প্রভাব হবে বাকি সময়তেও। বাজারের মুখ যদি উপরের দিকে হয় তাহলে সেখান থেকে বিনিয়োগকারীরা বাজারকে ভরসা করতে শুরু করবেন। বাজারে সেখানে ফের একবার বাড়তি বিনিয়োগ হবে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই বাজারের অবস্থা ভাল নয়। সেখানে বিনিয়োগকারীরাও খানিকটা মুখ ফিরিয়েছিলেন। বাজারের পরিস্থিতি সঠিক না থাকায় নতুন বিনিয়োগকারীদের দেখাও মিলছিল না। তবে এবার যদি ফের বাজার ঘুরতে শুরু করে তাহলে সেখান থেকে ফের লাভের মুখ দেখতে পারেন বিনিয়োগকারীরা।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা