
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিপদ যে তিথি-নক্ষত্র দেখে বলে কয়ে আসে না। কাউকে হাসপাতালে ভর্তি হতে হলে সারা জীবনের সঞ্চয় এক ধাক্কায় শেষ হয়ে যেতে পারে। তাই এই সময়ে প্রয়োজন বেড়েছে স্বাস্থ্য বিমার। কিন্তু, কয়েকটি ভুলের কারণে রোগী বা তার পরিবার বিপদে পড়েন, স্বাস্থ্য বিমার প্রত্যাখ্যানের সম্মুখীন হন। যা বিমাকারীর পক্ষে হতাশর ও সন্দেহেরও
কেন স্বাস্থ্য বিমার দাবি প্রত্যাখ্যান করা হয়?যা জানে বিমাকারী বা তার পরিবার অপ্রয়োজনীয় চাপ এড়াতে পারবে। দেখে নেওয়া যাক, স্বাস্থ্য বিমার দাবি দাখিল করার সময় কিছু সাধারণ ত্রুটি এবং সেগুলি কীভাবে এড়ানো যায়।
- আগে হওয়া কোনও রোগের চিকিৎসার বিষয় গোপন করা। বিমা কেনার সময়ে বিমাকারীকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বা পূর্ববর্তী অপারেশনের মতো স্বাস্থ্য সমস্যাগুলি জানাতে হবে। যদি বিমা কোম্পানি পরবর্তীতে জানতে পারে যে, সেগুলি গোপন করা হয়েছে, তাহলে বিমার দাবি প্রত্যাখ্যান করা হতে পারে।
- বিমাকারীকে তার চিকিৎসা ইতিহাস সম্পর্কে সৎ থাকতে হবে। পলিসিধারকরা তাদের পলিসির বিবরণ সম্পর্কে অবগত না থাকায় অসংখ্য দাবি প্রত্যাখ্যান করা হয়। উদাহরণস্বরূপ, হার্নিয়া, ছানি, বা হাঁটু প্রতিস্থাপনের মতো নির্দিষ্ট চিকিৎসার দাবি অপেক্ষার সময়কালে প্রত্যাখ্যান করা হতে পারে (যা পলিসি কেনার দুই-তিন বছর পরেও হতে পারে)।
- এছাড়াও, অনেক পলিসির একটি রুম ভাড়ার সীমা থাকে। আপনি যদি হাসপাতালে বেশি টাকার রুম দাবি করেন, তাহলে আপনার দাবি আংশিকভাবে প্রত্যাখ্যান করা হতে পারে। তাই বিমা কেনার আগে আপনার পলিসিটি সাবধানে পড়ার এবং বিমা কোম্পানির সঙ্গে সন্দেহ থাকলে তা দূর করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
- প্রতিটি স্বাস্থ্য বীমা পলিসিতে নির্দিষ্ট চিকিৎসা অন্তর্ভুক্ত এবং বাদ দেওয়া হয়। মাঝে মাঝে, লোকেরা বীমা পলিসির আওতাভুক্ত নয় এমন চিকিৎসার জন্য দাবি করার চেষ্টা করে। অতএব, চিকিৎসা নেওয়ার আগে কোন কোন রোগের চিকিৎসা আপনার পলিসির অন্তর্ভুক্ত তা খতিয়ে দেখা উচিত।
- অনেক সময় পলিসির মেয়াদ শেষ হওয়ার কারণে এবং চিকিৎসা খরচ বিমাকৃত অর্থের চেয়ে বেশি হয়ে যাওয়ার কারণে বিমার দাবি প্রত্যাখ্যান করা হয়।
- স্বাস্থ্য বিমা নবীকরণের জন্য বিমাকারীকে অর্থ নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হবে। তা না করলে বিমার দাবি প্রত্যাখ্যান হতে পারে। ফলে অপ্রয়োজনীয় আর্থিক চাপ তৈরি হতে পারে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা