
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: যদি একবার বিনিয়োগ করেই আপনার সন্তান কোটিপতি হতে পারে তাহলে তার থেকে বেশি ভাল আর কী হতে পারে।
প্রতিবার টাকা বিনিয়োগ না করে মাত্র একবার যদি নিজের সন্তানের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে আপনার সন্তান হতে পারে কোটিপতি। এই কাজটি করতে হবে আপনার সন্তানের ১৮ বছর বয়সেই।
আপনাকে মাসিক ১২ হাজার টাকা করে এসআইপিতে বিনিয়োগ করতে হবে। সেখানে সুদের হার রয়েছে ১২ শতাংশ করে। তাহলে আপনার মোট বিনিয়োগ হবে ২৫ লাখ ৯২ হাজার করে। ক্যাপিটান গেন হবে ৫৯ লাখ ৪৮ হাজার ৭৪৩ টাকা। মোট করপাস পাবেন ৮৫ লাখ ৪০ হাজার ৭৪৩ টাকা।
যদি আপনার সন্তানের ২০ তম জন্মদিন থেকে মাসিক ১২ হাজার টাকা করে এসআইপিতে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি জমিয়ে ফেলবেন ২৮ লাখ ৮০ হাজার টাকা। ক্যাপিটাল গেন হবে ৮১ লাখ ৫৮ হাজার ২৮৮ টাকা। মোট করপাস হবে ১ কোটি ১০ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা।
যদি নিজের সন্তানের ১৮ তম জন্মদিনে বছরে ১ লাখ টাকা করে এসআইপিতে বিনিয়োগ করেন তাহলে ১২ শতাংশ হিসেবে বছরে মোট বিনিয়োগ হবে ১৮ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ৪৪ লাখ ৪৩ হাজার ৯৬৮ টাকা। ক্যাপিটাল গেন হবে ৬২ লাখ ৪৩ হাজার ৯৬৮ টাকা।
যদি নিজের সন্তানের ২০ তম জন্মদিনে বছরে ১ লাখ টাকা করে রাখতে পারেন তাহলে মোট বিনিয়োগ হবে ২০ লাখ। ক্যাপিটাল গেন হবে ৬০ লাখ ৬৯ হাজার ৮৭৩ টাকা। মোট করপাস হবে ৮০ লাখ ৬৯ হাজার ৮৭৩ টাকা।
যদি ২ লাখ টাকা সন্তানের ১৮ তম জন্মদিনে এসআইপিতে একবারই বিনিয়োগ করতে পারেন তাহলে ক্যাপিটাল গেন হবে ১৩ লাখ ৩৭ হাজার ৯৯৩ টাকা। মোট করপাস হবে ১৫ লাখ ৩৭ হাজার ৯৯৩ টাকা।
যদি ১ লাখ ৮০ হাজার টাকা একবারই বিনিয়োগ করেন তাহলে ক্যাপিটাল গেন হবে ২ কোটি ৮ লাখ ৩০ হাজার ১৬৪ টাকা। মোট করপাস হবে ২ কোটি ১০ লাখ ১০ হাজার ১৬৪ টাকা।
তবে যেখানেই বিনিয়োগ করবেন সেটা নিজের বুদ্ধি প্রয়োগ করে করবেন। যদি লোকসান হয় তাহলে আজকাল ডিজিটাল তার দায় নেবে না।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন