
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সোনার দাম যেখানে প্রতিটি ক্ষেত্রে উপরের দিকে উঠছে সেখানে সোনা দিয়ে লোন নেওয়ার প্রবণতাও বাড়ছে। ভারতের মতো দেশে এই হার অতি দ্রুত বাড়ছে।
ভারতের মতো দেশে যেখানে সোনার দাম প্রতিদিন উপরের দিকে উঠছে সেখানে পাল্লা দিয়ে বাড়ছে গোল্ড লোনের প্রবণতা। আরবিআই জানিয়েছে ভারতে যে হিসেব তাদের হাতে উঠে আসছে সেখান থেকে দেশে ৮৭ শতাংশ হারে গোল্ড লোনের প্রবণতা বাড়ছে।
চলতি বছরে ফেব্রুয়ারি মাসের একটি হিসেব তুলে ধরে আরবিআই জানিয়েছে গোল্ড লোনের চাহিদা আগের তুলনায় এখন অনেক বেশি হয়েছে। যেখানে এক বছর আগে সোনার দামের এত চাহিদা ছিল না। সেখান বর্তমানে সোনার দাম প্রায় ৯০ হাজারের কাছাকাছি হয়েছে। তাই যাদের ঘরে পুরনো সোনা রয়েছে তারা এবার সেটিকে কাজে লাগাতে তৈরি। নিজের দরকারে বা অন্য যেকোনও কারণে সোনাকে বন্ধক রেখে সেখান থেকে লোন নেওয়ার প্রতি সকলের ঝোঁক বাড়ছে।
বিগত বছরের তুলনায় ভারতে গোল্ড লোনের হার বেড়েছে ১৫.২ শতাংশ। এটি একটি নতুন রেকর্ড। পাশাপাশি দেশে বর্তমানে ৮৭.৪ শতাংশ হারে মানুষ গোল্ড লোনের প্রতি বেশি মনোযোগী হয়েছেন। সোনার দাম যতই বাড়ুক না কেন সোনা কেনার প্রতি সকলের আগ্রহ কিন্তু এতটুকু কমেনি। ফলে সেদিক থেকে দেখতে হলে গোল্ড লোন মানুষকে বাড়তি জোর এনে দিয়েছে। সোনাকে বিক্রি না করে সেখান থেকে তাকে বন্ধক দিয়ে টাকা হাতে মিলছে। পরে নিজের সময়মতো সেই টাকা দিয়ে ফের ঘরের সোনাকে ঘরে তুলছে।
এখানে ছোটো ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন স্বর্ণ ঋণদানকারী সংস্থাগুলিতে ভিড় বাড়ছে। ফলে সেই প্রতিষ্ঠানগুলি বাড়তি মুনাফা ঘরে তুলেছে। ভারত বর্তমানে যে হারে সোনা মজুত করেছে সেখানে গোল্ড লোনের প্রবণতা আগামীদিনে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
অর্থনীতির কারবারিরা মনে করছেন সোনাকে কাজে লাগিয়ে নিজেদের কাজ করে ফেলছে আমজনতা। এটি একটি ভাল লক্ষণ। দেশের অর্থনীতিতে সোনাকে যত বেশি ব্যবহার করা হবে ততই সেখানে টাকা প্রসারিত হবে। তাই গোল্ড লোনের এই চাহিদা খারাপ কিছুই নয়।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা