
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: যারা নয়ডা বা গ্রেটার নয়ডাতে থাকতে চান তাদের কাছে খারাপ খবর। এবার থেকে যদি এই দুটি জায়গায় ফ্ল্যাট কিনতে চান তাহলে পকেট থেকে খসবে বাড়তি টাকা।
সম্প্রতি নয়ডা এবং গ্রেটার নয়ডায় একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখান থেকে বলা হয়েছে এই দুটি জায়গায় এবার থেকে ফ্ল্যাট কিনতে হলে পকেট থেকে খসবে অতিরিক্ত টাকা। এবিষয়ে জেলার প্রশাসনিক মহল থেকে শুরু হয়েছে তৎপরতা। একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে এবার থেকে এই দুটি জায়গাতে যদি কেউ ফ্ল্যাট কিনতে চান তাহলে তাঁকে বেশি টাকা দিতে হবে।
নয়ডাতে যদি ফ্ল্যাট কিনতে চান তাহলে আপনাকে দিতে হবে ২০ শতাংশ অতিরিক্ত দাম। অন্যদিকে যদি গ্রেটার নয়ডাতে ফ্ল্যাট কিনতে চান তাহলে দিতে হবে ৩০ শতাংশ অতিরিক্ত দাম। যদিও এবিষয়ে একটি প্রতিবাদ জানিয়েছে চিঠি জমা পড়েছে। তবে সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৫ এপ্রিল। তার আগে পুরনো সিদ্ধান্তই বহাল থাকবে।
নয়ডা এবং গ্রেটার নয়ডাতে যে হারে ফ্ল্যাটের দাম বাড়ছে তাতে চিন্তার কথা জানিয়েছেন অনেকেই। এই দুটি জায়গাতে এমনিতেই ফ্ল্যাটের দাম অনেকটা বেশি থাকে। সেখান থেকে যদি আরও বাড়তি টাকা গুনতে হয় তাহলে সেটি হবে গোদের উপর বিষফোঁড়ার সমান।
তবে প্রশাসন মনে করছে ফ্ল্যাটের দাম বৃদ্ধির ফলে এই দুটি জায়গায় জীবনযাত্রার মান অনেকটাই উপরের দিকে থাকবে। ফলে যারা খানিকটা এই ধরণের জীবনযাত্রায় চলতে পছন্দ করেন তাদের কাছে এটি একটি বাড়তি পাওনা। তারা টাকার দিকে না দেখেই এই দুটি জায়গাতে ফ্ল্যাট কিনতে পারবেন। সেখানে কোনও অসুবিধাই হবে না।
তবে আরেকদল মনে করছে হঠাৎ করে এই দুটি জায়গায় যদি ফ্ল্যাটের দাম বাড়তে শুরু করে তাহলে এখানকার ব্যবসা মার খাবে। যারা নতুন ফ্ল্যাট কিনতে চান তারা এখানে আর সেটি কিনতে আগ্রহী হবেন না। আগামীদিনে এই ব্যবসা তাহলে বিরাট ধাক্কা খাবে। সেই দিকটি প্রশাসনের পক্ষ থেকে ভেবে দেখা হয়নি।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা